১০-ই এপ্রিল, ২৯৯৯। আজ ড. জনথন সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে জানাবেন এক নতুন জীব এর কথা। তিনি একজন স্পেস সাইন্টিস্ট। দীর্ঘদিন মহাকাশের বিভিন্ন তথ্যর উপর গবেষণা করে আসছেন। সংবাদ সম্মেলন কক্ষে অনেক উত্তেজনা বিরাজ করছে, কারণ জনাব ড. জনথন হলেন বিশ্বের বিখ্যাত নামকরা বিঞ্জানীদের মধ্যে একজন আর আজ তিনি এলিয়েনের উপর দীর্ঘদিন করে আসা তার ফলাফল পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। পৃথিবী নামক গ্রহের মানুষের কাছে এলিয়েন এক কৌতূহলের জিনিস। কারন বিভিন্ন সময় মানুষ এলিয়েনদের নিয়ে গবেষণা করে আসছেন তবে কেউ কখনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। কেউ যদি বলেছেন এলিয়েন আছে আবার কেউ বলেছেন এলিয়েন নামের কোন কিছুর অস্তিত্বও নেই। এই নিয়ে অনেক বেকায়দায় পড়তে হয়েছে অনেককে। অবশেষে অপেক্ষার পালা শেষ করে ড. জনথন এক পা দু পা করে সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করলেন। সংবাদ সম্মেলন কক্ষে এতক্ষন বেশ সরগোল থাকলেও এখন পিন পতন আওয়াজ পর্যন্তও নেই। সবাই ড. জনথন এর দিকে মনোযোগ দিলেন। ড. জনথন তার কথা শুরু করলেন “বন্ধুরা আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষন ধোর্য সহকারে অপেক্ষা করার জন্য। আমি দীর্ঘদিন ধরে এলিয়েনদের উপর গবেষণা করে আসছি। এবং তার প্রমানও পেয়েছি। আপনারা জানেন যে এই পৃথিবীতে মানুষ প্রায় ২০ বিলিয়ন। যা পৃথিবীর ধারন ক্ষমাতার বাইরে। এই পৃথিবীতে এলিয়েনরা বিভিন্ন সময় তাদের যান নিয়ে এসেছেন। যা আপনারা অনেকে বিভিন্ন স্থির চিত্র আকারে দেখেছেন। তারা পৃথিবীর মানুষেদেরকে খুব কাছ থেকে পর্বেক্ষন করেছেন। পৃথিবীর আবাহাওয়া ও জলবায়ু নিয়েও তারা অনেক গবেষণা করেছে। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের অধিক বাসস্থান প্রয়োজন ফলে তারা বিভিন্ন ভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে তাদের আবাস্থল তৈরি করেছে। এরফলে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা অত্যাদিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া প্রত্যেক দেশে পারমানবিক চুল্লি তৈরি করার ফলে বায়ুমন্ডলে কার্বন মনো অক্সাইড, সালফার ডাই অক্সাড, সালফার ট্রাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে। ওজনো স্তর ক্ষয় হয়ে সূর্যের UV রশ্ণি পৃথিবীতে সরাসরি পৌঁচাচ্ছে। যার ফলে এই পৃথিবীতে মানুষ টিকে থাকার ক্ষমতা দিনদিন হ্রাস পাচেছ। এলিয়েনরা হচ্ছে আমাদের থেকে অনেক অনেক উন্নত মস্তিষ্কের জীব। আমার আবিষ্কৃত Mandastics11 যন্ত্রের সাহা্য্য এলিয়েনদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি, তারা পৃথিবীর এরূপ অবস্থা দেখে মঙ্গল গ্রহকে পৃথিবীর মানুষের জন্য বাসউপযোগী করে তুলেছে। সেখানে মানুষ অনেক বছর যাবৎ বাঁচতে পারবে। এর জন্য এলিয়েনরা মহাকাশে অনেক স্পেস শিপও তৈরি করে রেখেছে যাতে তারা এই পৃথিবী থেকে মানুষদেরকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে।
আপনাদের সবাইকে এতক্ষন ধৈর্য সহকারে আমার কথা শুনার জন্য ধন্যবাদ। ” এই বলে ড. জনথন এক যুগান্তকারী বক্তৃতা দিয়ে গেলেন যা পূর্বে আর কোন বিঞ্জানী দিতে পারেননি। কনফারেন্স রুম থেকে সরাসরি সম্প্রচার হওয়া ভিডিও বার্তটি পৃথিবীরসব মানুষ একযোগে দেখতে পেলেন এবং মানুষদের মাঝে এক নতুন আমেজ শুরু হল।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০