বাগধারা পড়েছেন কখনো, বাগধারা?
কিংবা phrase?
বাগধারা বা phrase এর ক্ষেত্রে যা আছে তা আপনাকে পুরোপুরি ই ব্যবহার করতে হবে। আপনি যদি কোনকিছু সংযোজন বা বিয়োজন বা সংশোধন করে ব্যবহার করতে চান তাহলে ভুল হবে।
বুঝিয়ে বলছি...
"Cats and dogs" মানে যে মুষলধারে বৃষ্টি, তা কে না জানে?
কিন্তু, বৃষ্টি যদি একটু কম হয়ে থাকে আর আপনি যদি "cat and dogs" অথবা "cats and dog" ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু ভুল হবে।
"কুল কাঠের অঙ্গার" মানে অপদার্থ। এখানে কুল মানে বড়ই আর অঙ্গার মানে কয়লা। তাই বলে "বড়ই কাঠের অঙ্গার" বা "কুল কাঠের কয়লা" বলাও কিন্তু ভুল।
এক আপুকে বলতে শুনলাম, "আরেহ অমুকের কাঁথা পুড়ি।"
ব্যাপারটা শুনতে যে কতটা হাস্যকর না শুনলে এখানে লিখে বোঝানো যাবে না।
আরেহ আপু, এই জায়গায় খ্যাতাই বইলেন। খ্যাতা বললে আপনি খ্যাত হয়ে যাবেন না।
আবার গ্রামে ক্ষেতকে আমরা খ্যাত বলি। তাই বলে খ্যাত মানে কিন্তু ক্ষেত না।
আরেক ইস্মাট আপু বললেন, যা ভাগ। তুই তো একটা ক্ষেত।
কি জানি? খ্যাতকে ক্ষেত বলাই মনে হয় ইস্মাটনেস্। সেই ইস্মাট আপুরাই ভালো বলতে পারবেন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৪৬