ফেসবুক
আমি একজন ফেসবুকার। প্রথম দিকে তেমন একটা ভাল লাগত না।কয়েকটা মাস পরে দেখি খারাপ সাইট নয়। মনে যা আসে তাই তো লেখা যায়! মন্দ নয়। অবসরে সময় কাটান যায়। বাংলা সিরিয়ালের চেয়ে তো অন্তত ভাল মনে হয়। শুরু হলো পথচলা। আমি একটু প্রকৃতিমনা মানুষ । আর্ট করতে জানি না কিন্তু আর্ট ভাল লাগে। তাই আমার আছে হাজারো আর্ট পেজে লাইক দেয়া। ভাল লাগে ভাল লেখাতে কমেন্ট করতে।
ওখানে যা লিখি তাতেই লাইক। পাঁচ মিনিটে ৫০ লাইকও পরে।অবাক হয়ে ভাবি কি ব্যাপার! আমার লেখাটা পড়তেও তো পাঁচ মিনিটের বেশি লাগা উচিত তো কি করে সম্ভব? উত্তর পেয়ে গেলাম। এখানে নামে টানে---কাজে নয়। এখানে লাইকের বন্যা হয় সেলিব্রেটি বা যিনি পোস্ট দিয়েছেন তার পরিচিতির উপর। সেই জন্য আপনি যদি লিখেন মাথা ব্যথা করছে তাতেও লাইক।হিহিহি। কেউ কেউ আছেন টয়লেটে গেছেন সেটাও স্টেটাসে দিয়ে যান।হিহিহি। আর কেউ কেউ তো তার সব লেখাই যেন আমাকে ট্যাগ করার চুক্তি নিয়েছেন এ জীবনের জন্য।
আমি একটু বাস্তববাদী মানুষ। তাই সাধারনত বাস্তবতার গান গাই। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে, এই বাস্তব সম্মত লেখা গুলোতে লাইকের সংখ্যাও কম আর কমেন্টের যে শ্রী !!!
সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, ফেসবুকাররা বেশিরভাগই সব লেখাকে পারসোনাল করে ফেলেন। আর এখানে ধর্মীয় বাণী এবং নানান লেখকদের বানীই বেশি দেয়া হয়।
দিনে দিনে চরম বিরক্তি চলে আশা শুরু হলো এই ফেসবুকের উপর। কেন জানি মনে হলো, ফেসবুকও গণতন্ত্রের মতো অশিক্ষিতের জায়গা।
ব্লগ
হঠাত এক সিনিয়র আপু বললেন, তুমি ভাল লেখ। তুমি ব্লগে লেখ। আপুর অনুপ্রেরনায় এই ব্লগে আসা। আমি নব্য ব্লগার। এখানে আমি কিছু লেখাও দিলাম। মাগো মা! অনেকেই দেখি পড়ছেন। কমেন্টও করছেন। কেউ কেউ শিখিয়েছেন কিছু। তাদের কাছে শুকরিয়া।অনেকের ব্লগ আমি পড়েছি আর অনেকেরটা পড়ার সুযোগ পাইনি সময়ের অভাবে। তবে অনেকেই এত ভাল লিখেন যে কি বলব! খুব ভাল লাগছে এখানে আসতে পেরেছি বলে। তবে কতদিন ভাল লাগবে সেটা বড় কথা। আমার ধারনা, ব্লগে যারা আছেন তারা অনেকটাই উদার মনের এবং স্পষ্টভাষী । আমি এই ব্লগ থেকে আশা করি এখানে লিঙ্গান্তর করা হবে না। আমি আরো আশা করি—আমরা সবাই একই পরিবার। তাই মনে হয় এখানে কেউ কাউকে আক্রমনাত্মক আচরন করবে না। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ধর্মীয় শিক্ষা এখানে আমার কোন লেখায় না দিলে আমি খুশি হবো। কারন ধর্ম প্রচারের নিদ্দিষ্ট জায়গা আছে। আমি ধর্ম বিদ্বেষী নই।ধর্ম ধারন করায় বিশ্বাসী, প্রচারে নই। নারী পুরুষ বলে কোন কথা নাই। সবাই প্রথমত মানুষ।
ব্লগকে আমি একটু বড়ো করে দেখছি ফেসবুকের চেয়ে। ব্লগ যদি আমি পত্রিকার সাথে তুলনা করি তবে দেখা যাবে পত্রিকা হাজার লোক পড়ে ওখানে কোন লাইক বা কমেন্টর কোন অবকাশ নেই। তবে এটাও সত্য অশিক্ষিত বা শ্রমিক শ্রেণী পত্রিকা পড়ে না বললেই চলে। সরি, আমি কাউকে খাট করে দেখছি না। আমি বুঝাতে চাচ্ছি, পত্রিকা যেমন একটি শ্রেণী পড়ে তেমনি ব্লগও একটি শ্রেণী লিখে এবং পড়ে। তাহলে ভাবুন আমি এক একজন ব্লগারকে কত উপরে ভাবছি।একজন নতুন ব্লগার হিসেবে তাহলে আপনাদের সহযোগীতাটাও তেমনি আশা করছি। আমি আমার ভাবনা তুলে ধরেছি। অন্য কোন কারন নাই।
পূনশ্চঃ একই হাতের পাঁচটি আঙুল আমরা। একটি কাটিলে যেন আর একটি ব্যথা পাই এই হোক আমাদের অঙ্গীকার। ব্লগ জিন্দাবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮