শহীদের খাতায় কার নাম, কে জানে?
রক্তের ফুয়েল থেকে জন্ম নেয় আগুন,
বিড়বিড় করে গর্জে ওঠে শর্টগান
নির্মম হাতে খুন হয় মনুষ্যত্ব।
তুমি-আমি তবুও অবাক হই না,
লাশের বীভৎসতাই যেন অতি স্বাভাবিক...
পর্দার সামনে বসে নির্দ্বিধায় সব দেখি,
ঠাণ্ডা জল গিলে হাফ ছেড়ে বাঁচি,
মনের নাম না জানা আশংকায় দেখি স্বপ্ন
একটি স্বপ্ন ৪২ বছর পুরনো!!!
পতাকা জ্বলছে, কোরআন পুড়ছে,
তবুও আমরা অবলীলায় স্বপ্ন দেখছি!!
রক্তের দাগে মানচিত্র মুছে যাচ্ছে...
আমরা তখনও লেজ খুঁজে চুলকোচ্ছি!!!
---------------------------------------
"আমরা তখনও লেজ খুঁজে চুলকোচ্ছি!!"
রায়ান ঋদ্ধ
দুপুর ২:২৪
মঙ্গলবার, ৭ই মে, ২০১৩