তোমার বিশেষণটুকু হারাতে হবে।
তুমি নয়, আমিতেই হবে তোমার পরিচয়।
এক ঘরে দুই আমি’র বসবাস হতে পারে না—জানি
তাই ডিসাইড করো আমি তোমাতে বিলীন হবো, না তুমি আমাতে?
আমি আর তুমির এই ব্যবধান বড্ড পর পর লাগে।
ওই যে আমি—ওই আমি’র প্রতিচ্ছবি এই আমি
এই যে আমি—এই আমি’রও প্রতিচ্ছবি ওই আমি
তুমিটাই আমি, আবার আমিওটাই আমি।
এক আমিতেই কেটে যাবে হাজারটা বছর
যখন আমি’র মধ্যে বার্ধক্য আসবে, তওবা করে নেব
মুহূর্তেই আমিটা তুমি হয়ে পবিত্র শিশুর মতো জন্ম নেবে পৃথিবীতে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৯