জাতি আংশিকভাবে কলংকমুক্ত হলো। বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচার পাওয়া গেলো মাত্র। জাতীয় চার নেতা হত্যার ন্যায়বিচার মিলেনি এখনও। কর্ণেল তাহের, সিরাজ শিকদার, জেনারেল জিয়া, মঞ্জু, আহসানউল্যা মাষ্টার, শাহ এসএমএস কিবরিয়া, মমতাজউদ্দিন, অধ্যাপ ইউনুস, অধ্যাপক তাহের, অধ্যাপক আফতাব এবং আইভি রহমান হত্যাকান্ড ছাড়াও আলফ্রেড সরেন, চলেশ রিচিল, মানিক সাহা, হুমায়ুন কবির বালু, দীপংকর চক্রবর্তী, গৌতম দাস, বেলালউদ্দিন, শামছুর রহমান কেবলসহ সকল হত্যা-খুন-ধর্ষণের বিচার হওয়া উচিত। বিচার হতে হবে সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডেরও। বাংলাদেশের অন্যতম বড় শত্রু যুদ্ধাপরাধীদের বিচার হওয়া চাই। এক্ষেত্রে কোন অজুহাত শুনতে চান না দেশবাসি। ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি ধাপ এগিয়ে গেলো বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের রায় প্রদানের মধ্য দিয়ে।
http://humanrightstoday.info//?p=1433
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৪