কবিতায় সঁপে দিলাম রাতের মিছিল;
বেঁচে থেকে খামোখা দিয়ে যাচ্ছি ক্ষতিহীন হামাগুড়ি।
উড়িয়ে কাঁচের ঘুড়ি নত পায়ে সত্য অজুহাত।
নুইয়ে পড়া শিঁশিরে পড়েনি মানবতার ছাপ;
ভেঙে সুখ গড়ে তুলেছি স্পর্শহীন মোমের শহর।
পুড়িয়ে সুখের তালা কাঁদা পায়ে নৌকোর ঘাট।
জলহীন ছলছল আকাশের নীল;
ছাঁদ বেয়ে মাথা তুলেছে নতমুখ তরঙ্গশীর্ষ।
ছিনিয়ে দীর্ঘশ্বাস আঘাত হেনেছে মরণমুখী তরঙ্গ প্রপাত।
উপবৃত্তে ঘেরাও টগবগে কালো কাঁজল;
আলোর শিঁশিরে ভিজে উঠেছে শুষ্ক কাঁশবন।
হাপিয়ে নিশাচর সাঁজিয়েছে এক ঘুমহীন রাত।
কবিতায় সঁপে দিলাম জ্বলন্ত সোডিয়াম;
আঙিনায় নেই ভরে চায়ের কাপে উলঙ্গ চাঁদ।
কবিতায় সঁপে দিলাম, সঁপে দিয়েছি তোমার উষ্ণ হাত।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৭