তোমার কাজল মাখা চোখের ভাষা
বুঝতে আমার হয়না তো দেরী,
সেই চোখে যখন কেউ অনবরত অশ্রু ঝরাবে,
আমি পাথর চিবিয়ে খাবো।
তোমার যে চোখের দিকে তাকিয়ে
কাটিয়ে দিতে পারি কয়েক কোটি রাত,
সেই চোখের কাজল কেউ মুছে দিবে,
আমি পাথর চিবিয়ে খাবো।
তোমার যে চিকন ঠোটে ভর করে
ভালোবাসার মিষ্টি ঘ্রাণ,
সেই ঠোটে কেউ রক্ত লাগিয়ে দিবে,
আমি পাথর চিবিয়ে খাবো।
যে ঠোটে ঠোট লাগিয়ে
অমরালয় থেকে ঘুরে এসেছি,
সেই ঠোট কেউ নিষ্প্রাণ চিবিয়ে খাবে,
আমি পাথর চিবিয়ে খাবো।
তোমার যে পরশ আমাকে
পরবশ কম্পনে কম্পিত করে,
সেই পরশে অন্য কেউ ভিজে যাবে।
তখন আমিও ভিজবো, হবো রক্তাক্ত, হবো
রক্তিম। নিষ্প্রাণ দেহ লুটে পড়বে মাটিতে।
শকুনেরা ছিড়ে খেতে চাইবে, যেখানে একটা
শকুন তোমাকে প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোমার আঁচড়ানো চুল কেউ করে দিচ্ছে এলোমেলো , হায়নার কবলে শরীর হচ্ছে নিয়মিত ক্ষত-বিক্ষত। তখন আমি চারিদিক পাগলের মতো ছোটাছুটি করবো, নিজের থাবায় বুকের চামড়া ছিঁড়ে কুটিকুটি করে ফেলবো, নিজেকে করে ফেলবো রক্তে লাল।
না, আমি পারবোনা। আমি কখনোই পারবোনা। সব
কিছু তছনছ করে ফেলবো। লন্ডভন্ড করে
ফেলবো আছে যতো কিছু। সব পাথর আমি
চিবিয়ে চিবিয়ে খাবো।
হ্যা।
আমি পাথর চিবিয়ে খাবো।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮