বার্ষিক বাজেট এবং খরচ কমানোর প্রকল্প:
১. চাঁদ দেখা কমিটি চিরতরে বন্ধ ঘোষণা করা হোক।
- কারন সৌদি আরব তো আছেই।
সেভিংস ৭৫৯ কোটি টাকা (২০১৮-২০১৯ সালের হিসাব অনুযায়ী)
২. ঢাকা শহরের ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট অবাঞ্চিত ঘোষণা করা হোক।
- কারন, থাইক্যাই বা কি বা*ডা ছিড়ে। থাকলেও জ্যাম খামু না থাকলেও খামু!!
সেভিংস ১০ হাজার ৯৪৬ কোটি টাকা।
৩. আবহাওয়া অফিস কে টারমিনেট করা হোক।
- অহেতুক উনাদের পুষে লাভ কি?? তার বদলে একটা ছাগল বসায় দেন। যেদিন ঘন ঘন মুতবে ধরে নিবেন পর দিন বৃষ্টি হবে।
সেভিংস ৯ হাজার ৯৫০ কোটি টাকা।
৪. দুর্নীতি দমন কমিশন বাতিল করে দেয়া হোক।
- দেশে শতকরা ২০% লোক দুর্নীতি করে আর ৮০% লোক তা মেনে নেয়।(laws of Paretto) তাইলে এই কমিশন দিয়া ওই কমিশনে এক্সট্রা কমিশন কেন দিমু?
সেভিংস ১৫৯ কোটি টাকা।
৫. জাতীয় সংসদ কার্যক্রমকে Home Office করে দেয়া হোক।
- সশরীরে উপস্থিত থাইক্ক্যা কি লাভ টা হয়। হেয় এরে পোন্দায় ওই অরে পোন্দায়! আজাইরা রাস্তা পথে যাইতে গিয়া মরার জ্যামডা বাধায়। ভি আই পি মুভমেন্ট!! [মাদার**.... থাক মুকডা খারাপ করলাম না...]
সেভিংস প্রতি মিনিটে ২ লাখ টাকা। আনুমানিক সেভিংস ৩০ কোটি বাচ্ছরিক।
এই পাচঁটি এজেন্ডায় সর্বমোট সেভিংস ২১ হাজার ৮৪৪ কোটি টাকা প্রায়।
যা দিয়া আরো একটা ছোটখাটো পদ্মা সেতু বানাইতে পারবেন। বানান, বানাইয়্যা ইচ্ছামত বসাইবেন, বসান।
কারন, আফনেরাই তো বাপ মা!! আর আমরা কুত্তার ছা!!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৫