বিচ্ছিরি স্বপ্ন
বিচ্ছিরি একটা স্বপ্ন দেখছি।
সেই ঘৃণার চোখ দুটো আমায় ডাকছে।
কাছে যেতে সংকোচ বোধ হচ্ছে।
তবু চলে যাচ্ছি এক পা, দু পা করে।
খুব বিচ্ছিরি স্বপ্ন।
অমানুষটা ধীরে ধীরে গ্রাস করছে আমার বাহু, বুক, আর গ্রীবা।
ভয় হচ্ছে। সাথে ভালোবাসাও।
বিচ্ছিরি স্বপ্ন একটা।
ভাবলাম জেগে যাবো।
কিন্তু ঘুম ভাঙ্গে না।
খুব কাতর চোখ।
ভালোবাসা পায় না বলে বুজে রয় নির্লজ্জের... বাকিটুকু পড়ুন
