আমাদের কে চিনেন?
না চিনলে পুরান ঢাকা-বংশাল যান। দেখবেন ১ মিনিটে কিভাবে আস্ত বাইক ডিসআস্যাম্বল করে ফেলি।
এদেরকে চোর ভাববেন না। এটা দক্ষতা।
আবার, না চিনলে গাড়ি নিয়ে জিঞ্জিরা গিয়ে পার্ক করে রাখুন। দেখবেন ৫ মিনিটে কিভাবে আপনার গাড়ির চেসিস ছাড়া বাকি সব হারিয়ে যায়। এদেরকে পুলিশে দিবেন না। এটা এদের দক্ষতা।
দক্ষতা কাজে লাগান। আরো একটা টাটা বা টয়োটার কারখানা দেশেই পেয়ে যেতে পারেন।
এখনো চেনেন নি তো। চিনবেন কিভাবে?
বলেন তো, র্যাবের ওয়েবসাইট হ্যাক করতে পারে ক'জন?
কি দিয়েছেন তাকে সিদ্ধ ডিম ছাড়া?
বরং তাকে বসায় দেন RAW আর ISI এর ওয়েবসাইট হ্যাক করতে। হয়তো করেও ফেলতো এতদিন। কিন্তু তা হয়নি।
আরো চিনবেন?
তাহলে ইন্দিরা রোডের প্রিন্টিং প্রেসে যান। দেখেন শুধু চোখে দেখে প্রশ্ন পত্র মনে রেখে তা ফাঁস করতে পারেন কিনা? পারবেন না।
কিন্তু ওই ছেলেটি পেরেছিল। জেলে না দিয়ে বরং তাকে দেশে পরিসংখ্যানের কাজ দিন। জনগনের হিসাব একদম ঠিক ঠিক পাবেন।
চিনে আর কি করবেন বলেন?
পদ্মা সেতুর নাট খুলা পাবলিক গুলো কে আইনের আওতায় এনে লাভ কি?
বরং এদেরকে চিনে রাখুন। কোয়ালিটি কন্ট্রোল বিভাগে বসিয়ে দিন। সেতু হস্তান্তরের সময় পায় টু পায় বুঝে নিবে দেখবেন।
পদ্মা সেতুতে জল ত্যাগ করা ছেলেটিরও দোষ নাই। হয়তো সেতুতে পানি নিষ্কাশন ঠিকঠাক আছে কিনা চেক করছিল!!!
জী, জাতি হিসেবে আমরা এমনি। একটু আবেগি, একটু কৌতুহলী, একটু বলধ, একটু মিচকা..... তো???
কিন্তু একটা কথা মনে রাখবেন। ভ্লাদিমির পুতিন ও যদি SU-57 জেট নিয়া আসে আমারা সেইটা নামাইয়্যা ডিসআস্যাম্বল করে ফেলবো ৫ মিনিটেই। টুকরা টুকরা করে ফেলবো শিওর। কিন্তু আসমান থাইক্ক্যা নামাবেন ক্যামনে এটা আপনাগো উপরমহলের ব্যাপার।
এতো দক্ষতা দেখার পরও যদি বাঙালীকে আপনি গালি দেন তবে আপনি আসলেও কামের লোক চিনেন না!!
রিমেম্বার ইট!!
"উই আর নট জাস্ট ব্লাডি সিভিলিয়ন।
উই আর এ ফা** এসেট।"