একজন ট্রাম্পপ্রেমি যিনি কিনা একজন বাংলাদেশী ইউপি চেয়ারম্যান তিনি অবাক করা কান্ড ঘটালেন। সারা বিশ্ব যেখানে ট্রাম্পকে তার অপকর্মের জন্য ধিক্কার জানাচ্ছে (আমেরিকানরা সহ) সেখানে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন একজন বাংলাদেশী। ট্রাম্পের অপকর্মের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলো চরম মুসলিম বিদ্বেষ যার একটি উত্তম উদাহরন হলো- ট্রাম্প বলেন, ‘পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে মুসলিম সম্প্রদায়কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত।’ এ ব্যাপারে তিনি একটি শর্তসাপেক্ষে প্রস্তাবও দিয়েছেন বিজ্ঞানী ইলন মাস্ককে। মাস্ককে তিনি প্রস্তাব দেন, যদি তিনি তার রকেটে করে মুসলিমদের মঙ্গলে পাঠিয়ে দিতে পারেন, তা হলে তাকে তার সরকারের পরিবহন মন্ত্রীর পদ দেবেন। ট্রাম্পের মতে, এতে যেমন মুসলিমদের উপকার হবে, তেমনই বিশ্বে শান্তির আবহ ফিরে আসবে।
ট্রাম্প আরো বলেছেন, পৃথিবীতে শান্তি আনতে এবং আমেরিকাকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভাল এবং কার্যকরী উপায় হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি বলেন, ‘বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হূদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।’
এদিকে, ট্রাম্পের এই মুসলিম বিরোধী মন্তব্যে ফের সরগরম হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, ‘আধুনিক মার্কিন ইতিহাসে ট্রাম্প একজন মুসলিম-বিরোধী আইকন।’ উল্লেখ্য গত বছর ট্রাম্প বলেছিলেন, ‘পুরো আমেরিকায় মুসলিমদের ঢোকা বন্ধ করে দেওয়া উচিত।’
এছাড়া নারী কেলেংকারী, আর অসংখ্য মামলার অধিকারী এই ট্রাম্প। শোনা যাচ্ছে তাকে ইমপিচ করা হতে পারে।
তবে যাই হোক এধরনের একজন ব্যক্তির কাছ থেকে খুব ভাল কিছু আশা করা যায় না। আর মুসলিমদের সম্পর্কে এমন কথা বলে ট্রাম্প নিজেকে বর্নবাদী হিসাবে প্রমান করেছেন। তাই এধরনের একজন বর্নবাদীকে শুভেচ্ছা জানানোর আগে ভেবে দেখা দরকার।