সিলেটে হয়ে গেলো বি এন পি-র বিরাট বড় জনসভা। আমার বাসার পাশেই হয়েছিলো সেটা। এমনিতে রাজনৈতিক ব্যাপার স্যাপারে আমার আগ্রহ কম। তবে ঘরের কাছেই জনসভা হয়েছে বলে নিজে একটু উদ্যোগী হয়ে শুনেছিলাম দেশনেত্রির বক্তৃতা।
বক্তৃতা শুনে হতাশ হয়েছি। কোন ভ্যারিয়েশন নেই। একই স্টাইল, একই রকম পরিবেশনা।
তাই নিজেই রাজনৈতিক বক্তৃতার কিছু অন্যরকম স্টাইল বের করলামঃ
* আরজে স্টাইল
হেই ওয়েলকাম! শুরু হয়ে গেলো আমাদের অনেক প্রত্যাশিত সেগমেন্ট। এই সেগমেন্টে আমি বেগম জিয়া সারাক্ষণ আপনাদের সাথে আছি। আমার সাথে আপনারাও জয়েন করে ফেলতে পারেন। তার জন্য হাতে নিন আপনার সেল ফোনটি, টাইপ করুন ZIA স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ। আর পাঠিয়ে দিন 1976 নাম্বারে।
তো যা বলছিলাম লিসেনারস। ইউ নো... বর্তমান সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যার্থ। এ জন্য আমাদের মন খারাপ। এই মন খারাপের সময়ে তাই শুরু করবো একটি ঝাক্কাস আন্দোলন। আজকে হলো সেই আন্দোলনের একটি ফাটাফাটি প্রমো। প্রমোর থিম সংটি পরিবেশন করবো আমি। তো লিসেনারস শুরু করি আমাদের প্রথম ট্র্যাক। শফিক রেহমান ফিচারিং বেগম জিয়া।
কিপ লিসেনিং।
* কবিতা স্টাইলঃ
পাঁচ বছর থেকে আমি লং মার্চ করিতেছি পৃথিবীর পথে
সংসদ ভবন হতে সুধা সদনে
বিমর্ষ বদনে।
অনেক দেখেছি আমি।
আসলে চড়েছি এসি গাড়িতে, হেটেছে নেতা কর্মী
আমি চোখের জলে হয়েছি সহমর্মি।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
ঠিক যেনো বিরোধী দলীয় নেত্রি কিংবা ফারুকির তিশা
আমাকে করেছে ব্যাকুল
নামাতে চায় দুই আবুল
সাথে নাহি কেহ কেউ বলেনি কুইন কিংবা কিং
কেবল একবার হ্যালো বলেছিলো মনমোহন সিং।
সমস্ত দিনের শেষে ধানের শিষের গন্ধের মতোন
নির্বাচন আসে,
হেরে যাই ভোটে মাথায় দেই হাত
থাকে শুধু অন্ধকার আমি আর কারচুপির অজুহাত।
* ছড়া স্টাইল
এইবার কমু
আমি লেজে হুমু
একা কাটে নিশা
নেই বি-দিশা
সাথে আছে শুধু
লাউ আর কদু।
ওহে দেশবাসি
হয়ে গেছি খাশি
একটাই কথা
আমার এই মাথা
যতনও করে
মরনের পরে
রেখে দিও শুধু
এই জাদুঘরে।
* ওয়াজ মাহফিল স্টাইলঃ (ওয়াজের ঢং-এ পড়া বাঞ্চনীয়)
ভাই দোস্ত বুজুর্গ ও পর্দার আড়ালের মা-বোনেরা আমার। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর আজকের এই মাহফিলে আপনারা আসছেন। আমাআআআআআআআআআআআআর ভাইয়েরা, এই জাহিল সরকার, নাফরমান সরকারের অত্যাচারে আজ আল্লাহ-র আরশ কাপতেছে। রহমতের ফেরেস্তারাও আজ কাপাকাপি বন্ধ করতে পারে নাআআআআআআআআআআআআআআআআআআ।
কাপাকাপি দেইখা আমি কান্দি, আমার আম্মা কান্দে... সবাআআআআআআআআআআআআআআআআআই... কি করি? সবাই কান্দি। বলেন, নারাআআআআআআআআআআআআআআআআআআয় তাকবির।
ফারসি কবি কাপাকাপি নিয়া একটা শের বলেছেন
"হারকে রাহে এ এ এ এ এ এ এ এ এ এ"
*দার্শনিক স্টাইলঃ
কি হবে এ নির্বাচন দিয়ে? কি হবে চালের দাম কমিয়ে? এই মহাকালের তুলনায়, এই মহাবিশ্ব্বের তুলনায় একটা চালের দানা আর কতোটুকু বড়? আমরা কবে এসব ক্ষুদ্রতা আর তুচ্ছতাকে অতিক্রম করতে পারবো? কবে? সেই সময় আসবে কখন?
ভাই ও বোনেরা আমার... আত্মার কাছে প্রশ্ন করুন। ভোট টোট দিয়ে কি হবে? আত্মাই সব। একটা সুক্ষ চালের দাম নিয়ে কেনো মাথা ঘামাবো?
*যাত্রা পালা স্টাইলঃ (যাত্রার ঢঙ্গে পড়া বাঞ্চনীয়)
উপস্থিত যুবক, উপস্থিত যুবতী।
সরকারি দল চায় তারা নাকি তত্ত্বাবধায়ক সরকার রাখবে না।
না না না... আমি বেচে থাকতে এ হতে দেবো না।
মধুবালা... কোথায় তুমি কোথায়... দেখো মধুবালা দেখো আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সভায় এসেছে লক্ষ লক্ষ যুবক যুবতী...
খেয়াল করো মধুবালা... ঐ কোনায় থাকা যুবকের চেহারায় কি দ্বিপ্তি।
কে তুমি যুবক? কোন মুলুক থেকে এসেছো? কে তোমাকে সাজিয়ে দিয়েছে এই সাজে? বলো যুবক বলো... চুপ করে থেকো না। না না না নাআআআআআআআআআআআআআআআআআআ।
** এক কপি রেখে দিলাম পার্সোনাল ব্লগে।