SUST এর একটা গেট টু-গেদার পার্টিতে জাফর ইকবাল স্যরের নাচ দেখে হঠাৎ আমাদের দেশীয় সংস্কৃতির উপর দরদ উতলে উঠছে। বিদেশী কালচারের বিরুদ্ধে হঠাৎ করে গলা বড় হয়ে গেছে।
আসলে এখানে দেশীয় সংস্কৃতির উপর আমাদের দরদও উঠেনি, বিদেশী সংস্কৃতির উপর বিরক্তিও আসেনি। আমরা দেখলাম এই খানে জাফর ইকবাল স্যার নাচছেন। সাথে সাথে আমরা ঘরে ভারতীয় চ্যানেল চলা অবস্তায়ই দেশীয় সংস্কৃতীর উপর কিছু দরদ আমদানি করলাম। আর কপাল কুচকিয়ে প্রশ্ন করা শুরু করলাম, আরে!!! এইটা জাফর ইকবাল না??? এই ব্যাটা নাচছে কেনো?? তাও আবার হিন্দি গানের সাথে!! এর দেশপ্রেম গেলো কোথায়?? সাথে এতগুলা মেয়ে কেন?? তাহলে কি ব্যাটা লুলামি শুরু করলো?? ইত্যাদী ইত্যাদী।
আমরা জানি যে এইটা ছিলো একটা পার্টি। এইখানি রবীন্দ্র সঙ্গীত বাজানোর কথাও না। হিন্দি গান না বেজে এখানে ফুয়াদ ফিচারিং গানও যদি বাজতো, তবুও আমরা প্রশ্ন তুলতাম কেনো রবীন্দ্র সঙ্গীত বাজলো না।
আর যেটাকে আমরা নাচ বলছি সেটা আসলে নাচও না।
জাফর ইকবাল স্যারের পরিচয় যাই হোক না কেন, তিনি আসলে একজন শীক্ষক এবং জনপ্রীয় শীক্ষক। ছাত্র ছাত্রীদের সাথে তার সম্পর্ক অনেক বন্ধুসুলভ। তাদের অনুরোধে তিনি পাটিতে যেতেই পারেন। সেখানে গিয়ে যদি শুনেন হিন্দি গান বাজছে সেটা নিশ্চই তার ব্যাপার নয়।
তার পাশে কম বয়সী ছাত্রীদের নাচ আমাদের জন্য প্লাস পয়েন্ট। যাক, রসালো কিছু পাওয়া গেলো। কিন্তু যেহেতু তিনি একজন শীক্ষক এবং পার্টিটা ছিলো ছাত্র ছাত্রীদের তাই তার আশে পাশে কম বয়সী ছাত্রছাত্রীই থাকার কথা। এখানে অন্য কেউ থাকার কথাও না।
আমরা সব বুঝি। তারপরেও আমরা প্রশ্ন করি। বিরাট জ্ঞানী জাতি।