ডাচবাংলা ব্যাংক কল-সেন্টারের নাম্বার ( ১৬২১৬ ) থেকে উপরের ম্যাসেজটা আমার মোবাইলে আসে। ম্যাসেজটা ওপেন করার আগেই 01721111486 নাম্বার থেকে এক মহিলা ফোন করে বলে,‘ভাই ভুলে আপনার মোবাইলে পাঁচ হাজার টাকা চলে গেছে, পাঠায়ে দেন ভাই, ভাই প্লিজ ভাই।’
আমি বলি,‘ঠিক আছে চেক করে দেখি, আসলে পাঠিয়ে দিব।’ ম্যাসেজ ইনবক্স চেক করে দেখি উপরের ম্যাসেজটা এসেছে।
দুমিনিট পর মহিলা আবারে ফোন করে,‘ভাই পাইছেন পাইছেন ?
‘হ্যাঁ ম্যাসেজ পেয়েছি।’
‘ভাই, অনেক বিপদে আছি, তাড়াতাড়ি পাঠায়ে দেন না।প্লিজ ভাই।’
আমি বলি,‘টাকাটা আগে আমি তুলব, হাতে নিব, তারপর আপনার কাছে পাঠাব, এই তোলা ও পাঠানোর যত খরচ, সব আপনার টাকা থেকে যাবে।’
সাথে সাথে মহিলা বলে,‘ভাই তোলার দরকার নাই, এমনেই পাঠায় দেন। এমনেই দেন।’
আমি লাইন কেটে ডিবিবিএল মোবাইল একাউন্ট আছে, এমন একজনের সাথে কথা বলি,‘আমার এই নাম্বারেতো ডিবিবিএল মোবাইল একাউন্ট করি নি, তাহলে আমার নাম্বারে টাকা আসবে কিভাবে ?’
সে বলল,‘পুরাটা ভুঁয়া, প্রতারক, ডিবিবিএলের কল-সেন্টারের কেও হয়তো এদের সাথে জড়িত।’
এর কিছুক্ষণ পর 01981641225 থেকে এক ব্যাক্তি ফোন করে বলে,‘ভাই এক মহিলার পাঁচ হাজার টাকা আপনার নাম্বারে গেছে, টাকাটা পাঠায়ে দেন।’
‘ও, আপনিও তার সাথে ?’
‘জ্বী,’ লোকটা বলে।
‘আপনি কোথা থেকে ফোন করেছেন ?’
‘গাজিপুর।’
‘আপনার নাম কী ?’
‘সোহেল।’ ( সম্ভবত ছদ্মনাম। )
‘অই মহিলার?’
‘আসমা।’ ( এটাও সম্ভবত ছদ্মনাম )
‘আচ্ছা ভাই, এবার বলুনতো আমার ডিবিবিএল মোবাইল একাউন্টই নাই, আমার নাম্বারে টাকা আসবে কিভাবে ?’
লোকটা তখন বলে,‘আপনি না বললেন ম্যাসেজ আসছে ?’
‘হ্যাঁ, ম্যাসেজ আসছে, আচ্ছা আমি আপনার নাম্বারটা র্যাবকে দিয়ে দিাচ্ছি, র্যাব টাকাটা আপনার হাতে হাতে পৌঁছে দিব।’
‘না না র্যাবকে ক্যান দিবেন ? টাকাটা এমনেই পাঠায়ে দেন।’
‘শালারপুৎ পাছার কাপড় খুলে র্যাব যখন বাইড়াবে, তখন বুঝবি, র্যাব কেন দিবে !’
সাথে লাইন কাটা, মোবাইল অফ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩