পাশের বাড়ির সুন্দরী টুট টুটু টুট . . . . . . . . . .
সকালে ঘুম হইতে
উঠিয়া শুনিতে পাইলাম পাশের রুমে আম্মু কার সাথে যে কথা বলিতেছে…
.
ছোট ভাইকে জিগ্যেস করিলাম.ছোট ভাই কহিল পাশের বাসার নতুন আন্টি আসিয়াছে পরিচিত হইতে…
.
আমি দরজার ফাঁক দিয়া উঁকি মারিয়া দেখিলাম,আন্টি বসিয়া
আছে আর তার সাথে রহিয়াছে একটা পিচ্ছি ছেলে .
আর একটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মত সুন্দরী মেয়ে…
.
যেইভাবেই হোক এই মেয়েটির সহিত পরিচিত হইতে হইবে…
.
একটু পার্ট নিয়া গেলাম সেই রুমে.আমি রুমে যাইতেই আম্মু কিচেনে চলিয়া গেল তাহাদের জন্য চা আনিতে…
.
নিজের পরিচয় তো আর নিজেই দিতে পারি না,আর তাই ঐ রুম হইতে ঘুরিয়া চলিয়া আসিতে লাগিলাম, .
তখনই আন্টির পিচ্চিটা কহিল, আম্মু আম্মু আমি ডুলিমুন
দেকবো…
.
কি আর করা পিচ্চিটাকে কোলে করে নিয়া টিভিটা ছেড়ে দিলাম…
.
তারপর এইদিক দিয়া যাইবার সময় আন্টি আমায় কহিল,
আমায় একটু পানি খাওয়াও তো… .
পাশের বাসার
সুন্দরী মেয়েদের পটাইতে হইলে আগে তাহাদের মা- দের কে পটাইতে হয়…
.
সো হাসি মুখেই তাহাকে এক গ্লাস পানি আনিয়া দিলাম… আমি আমার রুমে শুইয়া আছি
.
আর ভাবিতেছি এই
সুন্দরীকে কিভাবে পটানো যায়… .
আর তখনই ঐ
মেয়েটা আমার রুমের দরজার কাছে আসিয়া কহিল, আসব ভাইয়া???
.
ও তেরি!!! এতো মেঘ না চাইতেই বন্যা!!!
.
আমি বিন্দুমাত্র কালক্ষেপণ না করিয়া কহিলাম,হুম আসো আসো…
.
অতঃপর কিয়ৎকাল আলাপের পর মেয়েটি একটা কাগজ আমার হাতে দিয়া কহিল,এইটা আমার নাম্বার…
.
ও তেরি!!! এতো মেঘ না চাইতেই শুধু বন্যাই না, সাইক্লোন টনের্ডো…খুশিতে মনে মনেই নাচিতে লাগিলাম,তা তা থই থই,তা তা থই থই… .
আমার
নাচানাচির মুখে চুনকালি মাখিয়া মেয়েটি আমার হাতে একশ টাকার একখান নোট ধরাই দিয়া কহিল, .
“কাগজে লেখা আমার এই নাম্বারে ১০০ টাকা রিচার্জ করে দেন না, ভাইয়া প্লিজ. .
মা একা একা
বাহিরে যেতে দেয় না আমায়.
.
আমার বয়ফ্রেন্ডটা
আমার উপর রাগ করে আছে, তার রাগ ভাঙ্গাতে হবে,সো টাকাটা একটু আর্জেন্ট পাঠাতে হবে ভাইয়া”…
.
এক নিমিষেই আমার উড়ন্ত ভালবাসাটা ফোঁটা বেলুনের মত চুপসাইয়া গেল… .
.
কেন আমার সাথেই সব সময় এমন হয়??? কেন কেন কেন??
.
.
তারপর মেয়েটির নাম্বার আর ১০০ টাকা নিয়া বাজারে গেলাম.
.
আমাদের এলাকায় ১০০ টাকা দিয়া কিন্তু খুব ভাল বার্গার
পাওয়া যায়,
.
সো নাম্বারের কাগজটা ফালাইয়া দিয়া বার্গারে কামড় দিতে দিতে একটা পৈশাচিক তৃপ্তি অনুভব করিতে লাগিলাম…
.
ভালবাসা পাই নাই তো কি হইছে,বার্গার তো পাইছি