http://www.people-i-know.com
সাইট টার Development মোটামুটি শেষ। এখন SEO এর কাজ গুলো করছি। On Page Optimization কমপ্লিট। Off Page এর কাজ চলছে। ব্লগার ভাই বোনদের সবাইকে অনুরোধ করব সাইটটা একবার দেখে মতামত জানাতে। যেকোনো পরামর্শ আনন্দের সাথে গৃহীত হবে। বিশেষ করে SEO Expert ভাইদের সাহায্য অবশ্যই দরকার। কারন Off Page Optimization এর অনেক sector আছে। কোনটায় কিভাবে জোর দিলে ভাল করা যাবে সেই ব্যাপারে Expert দের মতামত চাইছি।
একটা মামার বাড়ির আব্দারঃ প্রবাসী ব্লগাররা প্লীজ ভিজিট করতে ভুইলেননা। Foreign Visitor গুগল মামুর কাছে দামী জিনিস।
Freelancing নিয়ে আমার নিজস্ব কিছু কথাঃ
আগেই বলেছি আমার ফ্রীলান্সিং এর ক্যারিয়ার ৩ মাস। আমি নিজে Private Job করি। ৮.৩০-৫.৩০ অফিস করার পরে বেশ কিছু সময় থাকে যা কাজে লাগানোর চিন্তা থেকেই এই লাইন এ আসা। সামুর এবং টেকটিউনস এর ব্লগারদের কাছে আমি কৃতজ্ঞ যে ফ্রীলান্সিং এ কোন রাস্তা বেছে নিব সেটা ঠিক করতে তাদের বিভিন্ন পোস্ট আমাকে সহায়তা করেছে। বেশীরভাগ পোস্টেই এক কথা-NO PTC. (বলতে লজ্জা নাই, প্রথমে আমি নিজেও ওই রাস্তায়ই চিন্তা করসিলাম)। :!> তারপর আর কি? নামসি যখন, পুরা Prepare হইয়াই নামমু, এই চিন্তায় http://www.iconicbd.com এইখানে Web Development, SEO Course পুরা কমপ্লিট করে then http://www.people-i-know.com এর কাজে হাত দেই। এখন HTML এর কাজ শিখছি।
আমার কথা একটাই, এত সব রাস্তা থাকতে মানুষ কেন যে PTC এর পিছনে দৌড়ায় আমি বুঝিনা। একটু সময় দিলেই কিন্তু অনেকগুলো খুব ভাল ভাল সুযোগ আপনার সামনে খুলে যাছে। ভাই, একজন লোক যদি computer on করতে পারে, নেটে কানেক্ট হতে পারে, net browse করে অ্যাড ক্লিক করতে পারে, তবে তার পক্ষে অবশ্যই SEO শিখে ভাল ইনকাম করা সম্ভব। আমি নিজে কিন্তু কম্পিউটার এর কোন কুতুব না। সেই আমি যদি http://www.people-i-know.com বানাতে পারি, তবে আমি মনে করি সবাই সেটা পারবে। শুধু দরকার ধৈর্য, শিখার ইচ্ছা আর সঠিক নির্দেশনা। প্রথমে কিছুদিন এই জিনিসগুলো দিলে পরে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবেনা। এক মাসে চাইলে আপনি এত ইনকাম করতে পারবেন, যা কিনা PTC করে ৫ বছরেও কামাতে পারবেন না।
আমি নিজে Outsourcing এর বেশ কয়েকটা Sector এর সাথে জড়িত। যেমনঃ
ওয়েব ডেভেলপমেন্টঃ এটার কথা তো আগেই বলেছি। http://www.people-i-know.com. এখন HTML শিখছি। সামনে আরও ভাল সাইট বানাতে পারব ইনশাল্লাহ।
SEO: নিজের সাইট দিয়ে Practice করছি। oDesk, Freelancing.com এ প্রোফাইল প্রায় রেডি। ওইখানে নিজের সাইট এর reference use করব।
Affiliate Marketing: খুবই Profitable এবং Challanging Sector. এক বন্ধুর ব্লগ সাইট ধার নিয়ে কাজ করে এর মধ্যে বেশ কিছু সফলতা অর্জন করেছি।
Google Adsense: অ্যাপ্লিকেশন পাস হয়ে আছে। শুধু নিজের সাইট টাকে একটা পর্যায়ে নিতে পারলেই কেল্লা ফতে।
Fiverr.com: অনেকেই দেখলাম এই সাইট টা সম্পর্কে জানেনা। Microworking এর জন্য worldwide famous একটা প্ল্যাটফর্ম। এখানে কাজের সবচে বড় সুবিধা হল oDesk, Freelancing.com এর মত bid করে কাজ পেতে হয়না। আপনি নিজে যেই কাজগুলোতে expert, সেই কাজ গুলোর GIG দিয়ে রাখলে Buyer ই আপনাকে খুঁজে নিবে। SEO related কাজই শুধু না, আপনি যা ভাল পারেন তার সবই করতে পারবেন। আমি নিজে এখানে বিভিন্ন buyer কে তাদের Company Brochure বানিয়ে দিয়ে ১০০ ডলার ইনকাম করেছি। কাজ অল্প, payment ও small. তবে Buyer এর সাথে relation develop করে ফেলতে পারলে নিয়মিত কাজ পাওয়া যায়।
সবশেষে একটা কথাই বলি। আমার অভিজ্ঞতা কম, তবে এই অল্প কিছু দিনে এইটুকু অন্তত বুঝেছি যে PTC এর পিছনে দৌড়ায়ে কোন লাভ নেই। একটু সময় দিন, নিজের মেধার সঠিক ব্যবহার করুন, সাফল্য আসবেই। আমি নিজে অনেক টাকা ইনকাম করিনি সত্যি, তবে আমি জানি আমি সঠিক পথেই আছি।
অনলাইন ইনকাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা নিচের ওয়েবসাইট টা দেখতে পারেন।
IconicBD
পুনশ্চঃ আমার সাইটটা ভিজিট করতে ভুইলেননা।
http://www.people-i-know.com
সবার কাছ থেকে মতামত, পরামর্শ, উপদেশ আশা করছি। গালি দিতে চাইলেও দিতে পারেন, No Problem. তবে ভদ্র ভাষায়
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১২ বিকাল ৫:২৩