স্বাধীনতা আমাদের প্রয়োজন ছিল --
একদিন ঘুম ভেঙে দেখি
প্রয়োজনীয় এ শব্দটি আমাদের গলার কাঁটা হয়ে গেল।
রক্তাক্ত পিতার সঙ্গে উড়ে গেল শখের ফানুস
স্বাধীনতার কাফন জড়িয়ে আমরা পরে থাকি পরাধীন।
যতোবার উচ্চারিত হয় এমন ধ্বনি, হে স্বাধীনতা, আমরা হারাই তারে।
ঢোক গিলতে গেলে বাধা
আল্লার নাম নিতে বাধা
স্বাধীনতা শব্দটি উচ্চারণ করলেই
খোয়ার ছেড়ে বেরিয়ে আসে একাত্তরের শুয়োরের পাল
টিপে ধরে জাতির কণ্ঠনালী।
এখন স্বাধীনতা মানে --
নির্ভয়ে ধর্ষণের স্বাধীনতা
এখন স্বাধীনতা মানে --
এলসির নামে মধ্যবিত্তের শত কোটি টাকার ঘাম লুণ্ঠণ
খুদে বিনিয়োগের নামে দুপুর ডাকাতি
এখন স্বাধীনতা মানে --
জ্যান্ত গুম, সীমান্ত হবে মানুষ শিকারের মৃগয়া
এখন স্বাধীনতা মানে --
অগ্নিসংযোগের অধিকার থাকবে -- সংসারে-ঘরে-মন্দিরে
এখন স্বাধীনতা মানে ... মাতৃহন্তারক শুধু নয় ... জন্মভূমিরে তুলে দেয়া দালালের হাতে।
হে স্বাধীনতা, কীভাবে যেন তুই আমাদের কাল হয়ে দাঁড়ালি।
মঙ্গলবার, ২৬ মার্চ, রাত ২:৪২