রাজিবুল হাসান দুরন্ত
দেখিনি তোমায় কখনো!
নয়নের জমিনে আজ অব্দি পড়েনি তোমার ছায়া।
শুনেছি তোমার সুরেলা কণ্ঠের সুর,
তাইতো বক্ষে করিলাম বপন ক্ষুদ্র একটি মায়া।
কিভাবে বাঁধবো তারে?
ক্ষুদ্র মায়া দিন আর দিন যাচ্ছে ছুঁয়ে মহাকাশ।
তবুও তারে বলি,
বেড়না তুমি, মানবে না তোমায় এ ধরনীবাস।
পেরেছি কি আমি?
লাগাম দিতে দুরন্তপনা মনে।
মনেহয় পারিনি,
মনটা চলে তার গতিতে, বারণ নাহি শোনে।
জানি তুমি আসবে না!
তবুও মনের গহীনে এক পৃথিবী স্বপ্ন সাজাই।
জানি না কি লাভ?
অনিশ্চয়তায় পা বাড়িয়ে বিরহের সুর গাই।
আমি তো জানি,
আমি মাটি তুমি আকাশ অনেক বড় ব্যবধান।
ছুটছি মরিচিকার পিছনে,
জানিনা কে দিবে এ অংকের সমাধান।।