শেষ ভালবাসা
- রইসউদ্দিন গায়েন
আর্শিনগরের সেই মেয়েটির পথ চেয়ে
আজও এপারের ‘মোহন’ দাঁড়িয়ে থাকে ।
মিলনাত্মক দৃশ্যের সাক্ষী—
আজও সেই খাল-বিল-পুকুর,
সবুজ ক্ষেত, সন্ধ্যা লগ্ন !
খোলা খামের মধ্যে ‘শোভা’-র
প্রথম ও শেষ চিঠিতে লেখা ছিল—
‘অপেক্ষা করো, আমি ফিরে আসব’।
পোস্ট অফিসে চিঠি নিতে এসে,
মোহনের চোখে পড়ে ‘শোভা’।
একদিন বসন্তের উদাসী হাওয়ায়,
দেখা হ’ল দুজনের ।
বর্ণভেদের রাঙাচোখ ওদের পিছু পিছু ।
তবুও বাধা মানে না, দুটি মন ।
দেখা হয়, কথা হয়—
কিছু অর্থবহ, কিছু অর্থহীন ।
হৃদয়ের একূল ওকূল ভাঙে,
জাগে আনন্দ-অশ্রু-শিহরণ !
তারপর, একদিন এল বৈশাখী ঝড়—
‘শোভা’-র দূরারোগ্য ব্যাধির
শেষ ঠিকানা— আরোগ্য-নিকেতন ।
শোভা, আর ফিরল না !!