আইএসের পক্ষে হুজুগে প্রচারোনা চালানো লোকগুলোকে উল্টো ঝুলিয়ে এইসব সংবাদ গুলো পড়ে শোনানো উচিৎ। যেন এরা ভবিষ্যতে বাংলাদেশেও ভয়াবহ পরিস্থির পথ সৃষ্টি করতে না পারে!!!
১- যুক্তরাষ্ট্রের মসজিদে মসজিদে হামলার উৎসব! http://goo.gl/8fof2T
২- নর্থ ক্যারোলিনায় এক ট্যাক্সিচালক জানান, তাকে মুসলিম মনে করে এক আরোহী তার মুখে ঘুষি দিয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডোতে এক মুসলিম পরিবার জানিয়েছে, সোমবার একদল লোক তাদের বাড়ি লক্ষ করে গুলি ছুড়েছে। http://goo.gl/8fof2T
৩- প্যারিস হামলার পর নিরাপত্তার দিক ভেবে আর কোন আরব উদবাস্তু গ্রহন করা হবেনা বলে স্বীদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর গভর্নরদের। http://goo.gl/8fof2T
৪- প্যারিস হামলার জেরে কানাডায় মসজিদে আগুন। http://goo.gl/mEOe5l
৫- ফ্রান্সের প্যারিসে হামলার পর সবচেয়ে বড় উদবাস্তু শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে উগ্রপন্থী খৃষ্টানরা। আরব উদবাস্তুরা থাকতেন সেখানে।
৫- ব্রিটেনে চলন্ত ট্রেনের সামনে মুসলিম মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো এক অজ্ঞাত যুবক। http://goo.gl/kqFWKd
৬- প্যারিস চামলার জেরে 'নির্মম প্রতীশোধের' ঘোষনার পর সিরিয়ায় হাসপাল, ক্লিনিক, স্টেডিয়ামে নির্বচারে হামলা করে ফ্রান্সের দাবি তারা আইএসের ওপর হামলা করছে! http://goo.gl/bPPQTV
৭- প্যারিস হামলার জেরে পর্তুগালের লিসবনের আমাদরা শহরের বাংলা মসজিদে আগুন। http://goo.gl/CjD3SA
হামাসের পথ ধরে এ পর্যন্ত বিখ্যাত উইকিলিকস আমেরিকার গোপন নথি ফাঁস করে, ইরান গোয়েন্দা সংস্থা তাদের তদন্ত রিপোর্ট মতে, তালেবানের সাবেক শীর্ষ কমান্ড তার জবানবন্দীতে এবং প্রবীন বিশ্বনেতা মাহাথির মোহাম্মাদ ও ফিদেল ক্যাস্ট্রো সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন আইএস মূলত ইজরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সৃষ্টি। এরা মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নিদের মাঝে মারাত্মক দ্বন্দ সৃষ্টি করে সেখানে ইজরাইলের ভূখন্ড সম্প্রসারনে কাজ করে যাচ্ছে। আর এর পূর্বে সৃষ্ট যুদ্ধাবস্থাকে আরও বাড়িয়ে নোম্যান্স এরিয়া তৈরিতে কাজ করছে। http://goo.gl/QxZd0e
আল কায়দার সাবেক শীর্ষ কমান্ডার নাবিল নাইম বৈরুতের টিভি চ্যানেল আল মাইদিনকে এক সাক্ষাৎকারে বলেছেন-
আল কায়দার বর্তমান নেতারা ও আইএস সিআইএ’র হয়ে কাজ করছে। এ উদ্দেশ্যে শিয়া-সুন্নি বিরোধ তারাই উসকে দিচ্ছে বলেও জানান তিনি। http://goo.gl/QxZd0e
এছাড়া হামাস দাবী করেছে দেশে দেশে উদীয় ইসলামী গনতান্ত্রিক দলগুলোকে বিপদে ফেলতেই পাশ্চাত্য সৃষ্ট আইএস কাজ করছে। http://goo.gl/KIC5FL
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০