প্রায় বছর দেরেক আগে ১৫ ই মার্চ, ২০০৮ তারিখে আমি একটা পোস্ট লিখেছিলাম ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... শিরোনামে। অনেকের এই পোষ্টে অনেক মন্তব্য ছিলো। ২৫৪জন ব্লগার পোষ্টটি প্রিয়তে নিয়েছেন। আপনাদের ভালোলাগার কারনেই আজকে আবার লিখতে বসলাম। চেষ্টা করবো সহজ করে লেখার। লেখার কোথাও আমার জানার দুর্বলতার কারনে ভুল হলে দয়া করে সঠিক পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন।
সামহোয়ার ইনে পোষ্ট দেয়ার সাথে সাথে আপনি আপনার পোষ্ট আপনার ব্লগেও দিতে পারেন। কোন কারনে আপনার পোষ্ট যদি সামহোয়ার ইন থেকে ডিলিট ও হয়ে যায় আপনার ব্লগে আপনার পোষ্টের ব্যাকাপ থাকবে। আপনার ব্লগে আপনি মডু (মডারেটর) আপনি এডু (এডমিন)। সব ক্ষমতাই আপনার হাতে।
গুগলের উপরে আমাদের সবারই অনেক আস্থা তাই গুগলের হোস্টিং ব্যাবহার করেই ব্লগ সাইট করবো। সবার প্রথমে যেটা দরকার তা হলো একটা জিমেইলের আইডি। ধরে নিলাম আপনার একটা জিমেইল আইডি আছে। যদি না থাকে তাহলে এই লিংকে গিয়ে একটি জিমেইল আইডি করে নিন।
এবার আপনাকে যা করতে হবে তা হলো Co.cc সাইট এ গিয়ে প্রথমে আপনার পছন্দের ডমেইনটা খুজে নিতে হবে। পার্সোনাল ইউসের জন্য এরা আপনাকে ফ্রীতে সাব ডমেইন দিবে। কমার্সিয়াল ইউসের জন্য আপনাকে বৎসরে ৩$ করে দিতে হবে।
সাইটটা ওপেন হইলেই দেখতে পাবেন সবার উপরে domain search এর অপশন আছে। http://www.--------.co.cc আপনার নাম যদি হয় কামাল তাইলে খালি যায়গায় kamal লিখে check বাটনে Click করুন। যদি ডমেইনটা ফ্রী থাকে অন্যকেউ নিয়ে না নেয় বা ওদের বিক্রি করার জন্য বাছাই করা ডমেইন না হয়ে থাকে তাহলে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে অন্য নামে check করে অন্যনামে নিতে পারবেন। অবস্যই যেটা ফ্রী সেটা নিবেন টাকা দিয়ে যেটা নিতে বলবে সেটা বাদ দিবেন। আমি আমার জন্য নিলাম এআরটিরাহী.সিও.সিসি http://www.co.cc তে sign up করে নিয়ে নিন আপনার ডমেইন http://www.আপনার ডমেইন.co.cc।
এবার আপনাকে Co.cc সাইটে লগিন করতে হবে। লগিন করার পরে আপনার নেয়া ডমেইনের উপরে ক্লিক করুন।
এই পেইজে ৪ টা অপসন আছে।
1. Name Server
2. Zone Records
3. URL Forwarding
4. Webhosting (with fee)
আমাদের দরকার ২ নাম্বারটা। তাই দুই নাম্বার Zone Records সিলেক্ট করুন।
2. Zone Records
এবার অপসন পাবেন ৪ টা। কোনটায় কি দিতে হবে নিচের মত করে দিয়ে দেন।
Host : http://www.artrahi.co.cc মানে আপনার ডমেইন। www অবস্যই দেয়া লাগবে।
TTL : 1 D
Type : CNAME
Value : ghs.google.com
এই ছবির মত করে।
এখানকার কাজ আপাতত শেষ। এই ডমেইন আপডেট হতে ৪৮ ঘন্টার মত সময় লাগতে পারে তবে মাঝে মাঝে সাথে সাথেই হয়ে যায়।
এবার আপনার কাজ গুগলে ব্লগে এই ডমেইন সেট করা। http://www.blogger.com এখানে গিয়ে আপনি আপনার গুগল আইডিতে লগিন করুন। আপনার পছন্দ মত নামে একটা ব্লগ ওপেন করুন। ব্লগ ওপেন করা শেষ হলে সোজা চলে যান Settings এ। Settings এ ক্লিক করার পরে নিচে Publishing আছে তাতে ক্লিক করুন।
বোঝার সুবিধার জন্য কম লিখে ছবি দিয়ে দিলাম।
এবার এই পেইজটা আসবে।
এবার নিজের পেইজটা আসবে।
এবার এই পেইজটা আসবে।
আপনার কাজ শেষ এবার অপেক্ষার পালা কখন আপনার সাইট একটিভ হয় সেটা কিছুক্ষন পরে পরে ট্রাই করে দেখুন। সাইট একটিভ হয়ে গেলে লিংকটা এখানে দিয়ে যাবেন সময় করে ঘুরে দেখে আসবো আপনার ব্লগ।
এবার আমি নোটিশবোর্ড এর মত করে বলবো।
ধন্যবাদ।
শুভ ব্লগিং।