।
৪৫ বছর সে তো অনেক আগের কথা।এই বর্তমান সময়ে যেসব মানুষের স্বাধিন অধিকার ছিনিয়ে নিয়ে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে,হচ্ছে জাতি কি তাদের কাছে দায় বদ্ধ নয়?যারা এখন এই স্বাধিন বাংলাদেশে স্বাধিন মানুষের স্বাধিন অধিকার ছিনিয়ে নিয়ে হত্যা করছে তাদের কি বলব?৪৫ বছর আগে যারা এমন অন্যায় করেছিল তাদের পরিচয় তো ছিল যুদ্ধাপরাধি।তবে বর্তমানে যারা এমন করছে তাদের পরিচয় কি?এরা কি সেই ৪৫ বছর আগের যুদ্ধাপরাধির চেয়েও বেশি জঘন্যতম,অন্যায়কারী নয়?তাদের যদি বিচার করতে পারি,তবে এদের নয় কেন?তাদের বিচার হলে এদের হচ্ছেনা কেন?তবে জাতি কি সত্যিই এদের কাছে দায় বদ্ধ নয়?
।
তনু নামের একটি হাস্যোজ্জ্বল মেয়ে ছিল বাংলাদেশে।দুচোখে হয়ত অনেক স্বপ্ন বুনত সে।তার সে স্বপ্ন গুলোকে যে অন্যায় ভাবে কেড়ে নিল,জাতি কি সেই তনুর কাছে দায় বদ্ধ নয়?সাগর-রুনি,বিশ্বজিৎ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক এর কাছে?এদের বিচার কি হবেনা?কবে হবে?জাতি কি এদের কাছে দায় মুক্ত হতে চায়না?জাতি বলতে কাদের বুঝায়?আমাদেরাই কি জাতি নয়?যদি আমরাই জাতি হই তবে এ দায়টি কি আমার,আপনার,আপনাদের সবার না?যদি এ দায় আমাদেরই হয়,তবে সে দায় কি মুক্ত হতে হবেনা?
।
----রাহাত চোধুরী( দুঃখ বিলাসী কবি)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ রাত ২:১৯