আমার স্বোপার্জিত স্বাধীনতা হরণ করবার চেষ্টা হয়েছে বারবার।
বারবার আমাকে বিব্রত করেছে
হায়েনা নামধারী কিছু অমানবিক মানুষ।
আমাকে ক্ষতবিক্ষত করার মাঝেই তাদের আত্নতৃপ্তি!
তাই বলে তাদের লাম্পট্যে আমি দিক হারাইনি।
তবে
আমি চিহ্নিত করে রেখেছি সেই সব কুলাঙ্গারদের।
আমার স্বকীয়তা, উচ্ছলতা, ভালোলাগা, ভালোবাসা
নষ্ট করার অভিপ্রায়ে নানা কুৎসিত উপাধি আর তকমাতে ভাসিয়ে দিতে চেয়েছে তারা
নোরাংয় আমাকে ডুবিয়েছে বারংবার।
তথাকথিত প্রশান্তির বা আত্নতৃপ্তির ঢেকুর তুলেছে যদিও
কিন্তু কোন ক্রমে আমাকে অবদমিত করতে পারেনি হাজার চেষ্টাতে।
হয়তো সাময়িক থমকে গেছি
কিছুটা সময় অজ্ঞাতবাসে কাটিয়েছি
তারপর ফিরেছি লড়ায়ে ফিরেছি স্বমহিমায়,দুর্বার গতিতে ।
আমাকে বিনাশ করা অত সহজ নয়।
দাবানলকে পাথর চাপা দেওয়া সহজ কথা নয়
হ্যাঁ আমি দাবানল, আমি বারুদ, আমি মহাবিপ্লবের জলন্ত মশাল আমি বজ্র আমি বিদ্যুৎ
মুহূর্তে পোড়াতে পারি শতাব্দী প্রাচীন নগর জনপদ লোকালয়।
তোমরা যতই ছক কষো পথ রোধ করো বাধা দাও
ধর্মীয় লেবাসে বা শাস্ত্রের বচনে আমাকে আটকাতে পারবে না কিছুতেই
কুসংস্কারের পরাকাষ্ঠায় বলি হবো একথা স্বপ্নেও ভেবো না কখনও।
আমি আমার প্রজাতিক সামর্থ্যকে নিজের চেষ্টায়
বাস্তবায়িত করছি এবং করবো
ভাঙবো সকল অনিয়ম বাধা শৃঙ্খল
দূমড়ে মুচড়ে দিবো যাবতীয় শোষণের যাঁতাকল
সাবধান!
আমি ঘূর্ণি, আমি টর্নেডো, আমি মহা উচ্ছৃঙ্খল, আমি অনিঃশেষ
আমার অনন্যতন্ত্র অস্মিতা গড়েছি ভেঙেছি বারংবার
কঠোর তপস্যায় নিজেকে প্রস্তুত করেছি এবং করছি।
আমি শেকল ভাঙার গান
আমি অপ্রতীম।
আমি বিশ্বাস করি
আসবে সুদিন
দুর হবে যত দুরাচার অন্যায়,দূর্নীতি, অনিয়ম।
সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে সর্বত্র
অত্যাচারিত হবে না আর একটি নিরিহ মানুষ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:১২