হলুদ রোদের খামে প্রেম পাঠাতে
বৃষ্টিজলে সে সব ভাসিয়েও দিলে
মনের নাগাল পেলেও স্থায়িত্ব পেল না
কেন ই বা ফিরে গেলে জানা হল না।
মেঘ রোদ্দুরের খেলার চাল বড়ো যে কঠিন
অবজ্ঞা ভুলে খুঁজে ফিরি আমি অর্বাচীন।
চোখ জ্বলা ঘুমে এখনও স্বপ্ন ছোঁয়ার সাধ
দিবানিশি কারণে অকারণে তোমাতেই হারাই
তুমি কেন মাতাল চাওয়ায় ছুটে আসো না
রামধনু রং ছড়িয়ে জোছনায় ভাসো না।
স্রোতোস্বীনির স্রোতের দোলায় ভাসতে আমিও চাই
পানকৌড়ির মত ডুবসাঁতারে চল হারিয়ে যাই
শাসন আহ্লাদের জীবন কাটাতে বড্ড সাধ হয়
জন্ম জন্মান্তর থাকবো তোমার পাণি প্রার্থনায়।
তোমার ভাবনা ভাবতে ভাবতে আমি হই সুখী
তোমার সাথে স্মৃতিগুলো বুকে আগলে রাখি।
শীত কুয়াশায় লুকোচুরি সময় কাটাতে চাই
নিঃসঙ্গ জীবনে তোমার সঙ্গ চাই।
এইটুকুই তো চাওয়া
এই চাওয়া কি খুব বেশি অন্যায়?
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭