-কাকে চাই?
- স্যার কি আছেন? আয়মান রহমান স্যার।
- আপনার নাম?
- রেজওয়ান সোবহান।
- কি করা হয়?
- পড়াশোনা শেষ হয়েছে কিছুদিন আগে। এখন চাকরির চেষ্টা করছি।
- ও,বেকার?
- বেকার তবে হাফ বেকার।
- সে আবার কি?
- কয়েকটি টিউশনি করা হয় আর কি!
- তো আসবার কারণ?
- ওনাকেই বলি!
- ওহ! ঠিক আছে। আপনি এখানেই অপেক্ষা করুণ। আমি ডেকে দিচ্ছি।
- বৃষ্টি পড়ছে যে... বলছিলাম ছাতা নেই তো ভিজে যাচ্ছি। ভেতরে আসবো?
- সকাল থেকেই তো আকাশে মেঘ। এমন ভুল কেউ করে?
- কি ভুল?
- ন্যাকা ষষ্ঠী!
- কিছু বলছেন?
- আসুন ভিতরে আসুন।ভিজছেন যখন!
-ধন্যবাদ।
- এত বিনয়ের কিছু নেই ।
- এতো স্বাভাবিক ভদ্রতা।
- বাকপটু!
- তাই নাকি? আর যাই হোক প্রশংসা শুনতে সবারই ভালো লাগে।
- মোটেও প্রশংসা করিনি আমি।
- সুন্দরী শিক্ষিত মেয়েদের মুখের বানী মাত্র.... ।
- কি হলে থামলেন যে।যাহোক আপনার কথা আমি শুনেছি বাবার মুখে । বাবার প্রিয় ছাত্র আপনি।
- স্যার বলেছেন বুঝি আমার কথা?
- হ্যাঁ রেজওয়ান সোবহান নামে একটা ছেলের কথা প্রায় বলেন। আপনার নামের সাথে মিলে গেল তাই ধারণা করলাম। তবে সেই ব্যক্তিটি ঠিক ঠাক আপনিই কি-না নিশ্চিত নই।
- ওহ!
- বলছিলাম কি শরবত খাবেন নাকি কোল্ড ড্রিংস?
- না না ঠিক আছে।
- ভনিতা আমার চিরকাল অপছন্দ।
- বাদল দিনে কোল্ড ড্রিংস? না না চা অথবা কফি?
- কে দিচ্ছে?
- ওই যে অফার করলেন।
- বাজিয়ে দেখলাম। আর আমি আগুনের কাছে যাই না।
- কেন?
- আমার ইচ্ছে!
- বুঝলাম না।
- সবে তো শুরু এখনও অনেক পথ বাকি।
- শুনেছি মেয়েরা কোমল হৃদয়ের অধিকারী হয়।
- সব মেয়েকে একই পাল্লায় মাপেন বুঝি? অভিজ্ঞ মনে হচ্ছে!
- আপনি বেশ শক্ত পোক্ত অন্য রকম।
- সামান্যতে সবটা বুঝে গেলেন?
- ওই যেমন আপনি বুঝেছেন।
- মানতেই হবে।
-কি?
- বেশ ঘাঘু!
- শ্লেষ!
- বোঝেন তাহলে?
- বসতে পারি।
- এগুচ্ছেন তো ভালোই। বসুন বসুন। হাজার হলেও বাবার পছন্দের ছাত্র আপনি।কি করে অসম্মান করি।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫২