আমরা কাঁদি কেন?
অধিকাংশ লোক মনে করে আমরা কেবল দু:খ পেলেই কাঁদি। আপনি কি জানেন আমাদের সারা জীবনে প্রকৃতপক্ষে প্রায় ২৫০,০০০,০০০ বার কাঁদি। এখন দেখা যাক কিভাবে এটি সম্ভব। আমাদের চোখের পাতা মাংসপেশীর দ্বারা স্টেজের পর্দার মতো উঠা নামা করে। এই পর্দা এত দ্রুত নড়াচড়া করে যে, আমাদের দেখার কোনো বিঘ্ন সৃষ্টি হয় না। আমরা নিজেরাও বুঝতে পারি না এটি ঘটছে। প্রকৃতপক্ষে, প্রতি ছয় সেকেন্ডে চোখের পাতা স্বত:স্ফূর্তভাবে ফেলে ও বন্ধ হয়। প্রতিটি চোখের বহি:স্থ ধারে একটি অশ্রগ্রন্থি আছে। প্রতিবার চোখ টিপ টিপ করার সময় অশ্রুগ্রন্থির মুখে চোষণ বলের সৃষ্টি হয়, যা কিছু পরিমাণ ফ্লুইড বের করে আনে। এর উদ্দেশ্য হলো কর্নিয়া যাতে শুকিয়ে না যায় তার জন্য একে সিক্ত রাখে। আমরা যখন কাঁদি তখন ঠিক এ ব্যাপারটিই ঘটে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, কেউ যখন খুব বেশি হাঁসে তার চোখে পানি এসে যায়। এর কারণ হলো ামরা যখন জোরে হাসি তখন যেসব গ্রন্থিতে আরও অশ্রু জমা থাকে, তাকে মাংসপেশী চাপ দেয় এবং তা বের হতে থাকে। সবাই জানে যে আমরা দু:খের অনুভুতি না থাকলেও পেয়াজের গন্ধে আমাদের চোখ অশ্রুসিক্ত হয়। এর কারণ হলো পেয়াজ থেকে এর প্রকার উদ্বায়ী তেল নির্গত হয়। এটি যখন আমাদের চোখে পেৌছায় তখন এই দ্রব্যের প্রদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের চোখ অশ্রুসিক্ত হয়। আমাদের চোখকে রক্ষা ও পরিষ্কার করার জন্য আমরা স্বত:স্ফূর্তভাবে কাঁদি। দু:খ পেলে আরমা কোন কাদি?- সকল জীবনের মধ্যে আমরা একমাত্র মানুষই আবেগ প্রকাশের জন্য কাদে। একজন আবেগপ্রবণ ব্যক্তি কাঁদে।
{ নতুন নতুন তথ্য জানতে পেজটিতে লাইক দিন এবং আপনার মতামত লিখুন }https://www.facebook.com/pages/ফà§à¦°à§‡à¦¨à§à¦¡à¦¸-কমà§à¦ªà¦¿à¦‰à¦Ÿà¦¾à¦°-টà§à¦°à§‡à¦¨à¦¿à¦‚-সেনà§à¦Ÿà¦¾à¦°-জানতে-চাই-জানাতে-চাই/444374105650579
http://www.friendscomputer2010.blogspot.com