অসাধারণ প্রজাপতী- আমাদের বাড়িতে
গত কাল ১৫-১০-১২ তারিখ হঠা আম্মা জোরে ডাক দিলেন। আমি বললাম.. আসছি।
কিন্তু আমি আস্ছি বলে একটু দেখি করায় আম্মা আবারও তাড়াতাড়ি আসার জন্য ডাক দিল।আমিও তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম একটা প্রজাপতী, বেসিনের উপর বসে আছে। কত সুন্দর,বড়। এতো বড় প্রজাপতী আমি কোন দিনও দেখিনি। প্রায় ৮ ইঞ্চি হবে। আপনাদের ছবিটা দেখার জন্য দিলাম। ছবিতে অতোটা না বুঝা গেলেও সত্যি দেখে আমার মন অবাক করে দিয়েছে। পরে প্রজাপতীটাকে হাতে করে টিভির ঘরে নিয়ে এলাম। এসে সোফার উপরে ফুল দানিতে রাখলাম মজা করে কিছু ছবিও তুললাম। আম্মাকে সাথে নিয়ে।পরে ফুল দানির উপরেই রেখে দিলাম। সকালে উঠে দেখি প্রাজাপতীটা সেই জাইগাতে নেই। ভাবলাম উঠে চলে গেছে। যখন দুপুরে ১টার দিকে
আবার বেসিনের ওখানে হাত ধুতে গেলাম তখন দেখলাম প্রজাপতীটা এখানে বসে আছে।
কিন্তু দেখলাম কিসের কারণে প্রজাপতীটার একটি পাখার এক অংশ ছিড়ে পড়ে গেছে।
তখন শুধু দেখেই থাকলাম তার জায়গাতে থেকে সরালাম না। সাধারণত আমরা টিভির রুমে এক সাথে বসে বাসার সবাই দুপুরের খাবার খাই। খেতে যেয়ে দেখি। যে ফুল দানির উপরে রাতে প্রজাপতীটিকে বসিয়ে ছিলাম। ওর উপরে রাতে প্রজাপতীটা অনেক গুলো ডিম পেড়েছে। দেখার সাথে সাথে আম্মাকে ডাক দিলাম এসে দেখল সত্যি ব্যাপারটা। কিন্তু কষ্টের বিষয়টি হলো আম্মা ব্যাপারটা বুঝতে পারিনি সেটা হলো প্রজাপতীটি যেখানে যেখানে বসেছিল সেখানে সেখানে একই রকমের ডিম পেড়েছে। কিন্তু আম্মার না বুঝার কারণে সেগুলোকে ঘর ঝাড় দেবার সময় ফেলেদিয়েছে। আমি আবার সেখানে গেলাম যেখানে প্রজাপতীটা বসে আছে , সেখানে দেখলাম ওখানেও কিছু ডিম পেড়েছে। পরে খুব জত্নে সেগুলোকে রেখেছি। দেখাযাক কেমন করে প্রজাপতীর প্রজম্নগুলো বৃদ্ধি পায়।
( আপনাদের কাছে কিছু ছবি লোড করলাম )
void(1);
void(1);
void(1);
void(1);
void(1);


ঈদ মোবারক!
ঈদ মোবারক!
ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন! এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এসেছে খুশির ঈদ। ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও একসঙ্গে থাকার মুহূর্ত। আসুন,... ...বাকিটুকু পড়ুন
উন্মাদযাত্রা
একটা উন্মুল ও উন্মাদ সম্প্রদায়। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয়টি নেই। নিজের শিকড় থেকে বিচ্যুত হলে যা হয় আর কী, সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরপাক খায় আর নিন্মগামী হয়! এমন... ...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....
গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....
রাজনৈতিক নেতাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে তাদের কর্মী সমর্থক, অনুগতরা ছবি তুলতে, কোলাকুলি করতে, হাত মেলাতে যায় পদ-পদবী, আনুকূল্য লাভের জন্য, নিজেকে নেতার নজরে আনার জন্য। আজ... ...বাকিটুকু পড়ুন
ছবির ব্যক্তিটি কোন আমলের সুলতান ছিলেন ?
বাংলাদেশে এবার অভিনব উপায়ে ঈদ উৎসব উদযাপন করা হয়েছে। ঈদ মিছিল, ঈদ মেলা, ঈদ র্যালী সহ নানা রকম আয়োজনে ঈদ উৎসব পালন করেছে ঢাকাবাসী। যারা বিভিন্ন কারণে ঢাকা... ...বাকিটুকু পড়ুন
ঈদ মোবারক || ঈদের খুশিতে একটা গান হয়ে যাক || নতুন গান || হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়||
ঈদ মোবারক। ঈদের দিন আপনাদের জন্য আমার একটা নতুন গান শেয়ার করলাম। অনেকগুলো নতুন গানই ইতিমধ্যে আপলোড করা হয়েছে ইউ-টিউবে। ওগুলো ব্লগে শেয়ার করতে হলে প্রতিদিনই কয়েকটা পোস্ট দিতে হবে।
তবে,... ...বাকিটুকু পড়ুন