---আপনার নাম?
----স্যার! সবটাই ড়াটা এন্টিতে আছে....
---তারপরও আপনার মুখ থেকে শুনি...
---ইছা মিয়া, মিঃ ইছা মিয়া স্যার।।
--ভেরী ইন্টারেস্টিং!! এমন নাম হওয়ার করন...??
---ছোট ভেলায় একবার আস্ত একটা ইছামাছ কচকচ করে খাওয়ার সময়, গলায় হান্দিয়ে আটকে যায়!! আমারতো প্রায় মরার দশা স্যার।। তারপর থেক্কাই ইছামিয়া নাম পেটে যায়। সেই থেকে সবাই ইছামিয়া নামেই ড়াকে..
--- ইন্টারেসটিং!! আচ্ছা ইচামিয়া মনে করো আমার সামনে একটা হনুমান বসে আছে, তাহলে আমার কি করা উচিৎ...!!??
---কিছুই করতে হবেনা, শুধু সামনের জনকে আয়না মনে না করলেই হবে..
---কি বললে!! আচ্ছা ইছামিয়া বলতো বইচা মাছকে ইংরেজীতে কি বলে??
-- এটাতো খিবেই সহজ, book tea fish...
---কি??!! এটার মানে কি??
--Book-বই, tea-চা, Fish মানে একসাথে বইচামাছ....
--হে হে হে আচছা ইছা!! কখনো তুমি দৌড় প্রতিযোগিতা দিয়েছো!!
--দিছি মানে!! একবারতো দৌড় খেলায় first ও হলাম।।
--এই শরীলে কি ভাবে ফাস্ট হলে !!??
-- বুঝেনিতে স্যার ড়িজিটাল জবনা, কোথায় কখন কি পুটে বুঝা দায়!! প্রতিযোগিতার জন্য যখন লাইনে খাড়াই, অমনে কোথায় থেকে একটা গুলির আওয়াজ!! জানের ভয়ে খিচ্চা এমন এক দৌড় দিলাম!! পরে শুনলাম ফাস্ট হয়ে গেলাম!!
--হিহিহি!! আচ্ছা ইচামিয়া!! আমার হাতে যেই গ্লাস (কাঁচের) দেখচো!! এটা বাঙ্গলে কয় টুকরা হবে!!
---ইয়ালী পকাৎ,, ঝন ঝন ঝন...(গ্লাস ভাঙ্গার শব্দ)।
--এটা তুমি কি করলে?? তুমি গ্লাসটা ভাঙ্গালে কেন!!
---ভেঙ্গে দিলাম স্যার!! এবার গুনে দেখুন কয় টুকরা হয়েছে...
----আচ্ছা তুমি একটি বাক্য বলোতো যারদ্বারা কেউ অনূভুতিহীন এবং অপ্রস্তুত হয় যাবেন??
--ইউ আর চিটিং বাটপার (U R Seating but far)
-- কি তুমি আমায় চিটিং বাটপার ববললে??
--না স্যার আমিতো ইংরেজীতে বললাম, আপনে দূরে বসে আছেন...
---হুম।।আচ্ছা ইচা! এমন একটা দানের কথা বলোতো, যা বস্তুত সম্মান জনক মনে হলেও অসম্মানের কাজ...
---স্যার আপনাকে জুতা মারা, থুক্ক জুতা গিপট দেওয়া স্যার..
--কি!! আচ্ছা তুমি কি, কখনো পাগলের ড়াক্তার দেখিয়েছো??
--কেন! কেন স্যার!! আমাকে কি পাগলের মত লাগে!!??
--অবশ্যই তুমি একটা পাগল...
--কি আমি যদি পাগল হই!! তুইতো ড়বল পাগল!! সেই কখন থেকে আবুল তাবুল প্রশ্ন করেই যাচ্ছ এ্যাঁ!! অাসলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষা দিতে কিন্তু প্রশ্ন করলি বইচামাছের নাম। হ্লা বাটপার কোথাকার!! একদম ঠেং ভেঙ্গে হাতে ধরায় দেওনের দরকার তোদের....
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮