আজ রবীঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার প্রিয় দশটা গানের লিষ্ট দিলাম। রবীঠাকুরের সব গানই আমার কাছে অসম্ভব প্রিয়। এর মধ্যে থেকে ১০ টি গানের লিষ্ট করতে গিয়ে বিশাল সমস্যার সন্মুখীন হলাম। কোনটা রেখে কোনটা দেবো, ভেবেই পাই না। অবশেষে একটা লিষ্ট করলাম। রবীন্দ্রপ্রেমীরা সবাই গানগুলো শুনেছেন। তবু লিষ্টটা দিলাম, কারণ যারা রবীন্দ্রসংগীতের ভক্ত নয় তারা যেন একবারের জন্য হলেও গানগুলো শোনে। আশা করি সবার ভালো লাগবে।
১. আমারও পরাণও যাহা চায়.....
২.এমনও দিনে তারে বলা যায়...
৩.দিবসও রজনী আমি যেনো কার আশায় আশায় থাকি....
৪.আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল....
৫.মায়াবন বিহারিনী হরিণী....
৬.ভালোবেসে সখী নিভৃত যতনে....
৭.পাগলা হাওয়ার বাদল দিনে.....
৮.তুমি কোন কাননের ফুল...
৯.ও আমার দেশের মাটি....
১০. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে....
আমার কাছে এটা সবচেয়ে প্রিয় গান
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১২:১৪