আমাদের মানবজাতির মধ্যে এরকম লোকের
অভাব নেই, যারা হাতের কাছে বই পেলে
রাতদিন মুখ গুঁজে পড়ে থাকতে পারে। আমিও
সেই দলের একজন। জীবনে প্রচুর বই পড়েছি। তবুও
বলব পৃথিবীতে অসংখ্য বই আছে, আমি যদি
একটানা ৫০ বছর পড়ে যাই তবুও তার এক
শতাংশও শেষ করতে পারব না। সুতরাং আমার
গন্ডিও সীমিত। আমি অনেক চিন্তা ভাবনা করে
১০ টি বইয়ের একটা লিষ্ট করলাম। কিন্তু বইগুলো
সব বিদেশী ভাষার। বাংলা ভাষায়ও অসংখ্য
ভালো বই আছে। কিন্তু সেগুলোর লিষ্ট দিয়ে
পাঠকদের বিরক্ত করতে চাই না। কারণ বাংলা
ভাষার বইগুলো আমরা সবাই কমবেশী পড়েছি।
আর বাংলা বই দশটার লিষ্ট দেওয়া আমার
পক্ষে সম্ভব না। কমপক্ষে পঞ্চাশটা দিতে হবে।
যাইহোক, আপনাদের যদি মনে হয় আমার লিষ্টে,
এক বা একাধিক বিশেষ বই বাদ পড়েছে, এবং
সেরা দশে সেটা থাকা উচিত ছিলো, তবে
মতামত জানাবেন।
১.Uncle tom,s cabin..
(আঙ্কেল টম,স কেবিন
-Harriet beecher stowe
আমার রেটিংঃ ৮.৮/১০
এই বইটি সম্পর্কে আমি এই মহুর্তে কিছুই বলতে
চাই না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পড়ে
ফেলুন, আশা করি আমার মত আপনারও ভালো
লাগবে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট
আব্রাহাম লিংকন যখন অাততায়ীর গুলিতে
নিহত হন, তখন তিনি তার বেডরুমে বসে একটি বই
পড়ছিলেন। এটাই সেই বিখ্যাত বই।
২.দ্যা শাইনিং
ষ্টিফেন কিং
আমার রেটিংঃ৮.৫/১০
এটা একটা হরর টাইপ উপন্যাস। হরর উপন্যাসের
জগতে স্টিফেন কিং এর ধারেকাছেও কেউ
আছে বলে আমি মনে করিনা
এই বইটি সম্পর্কে বলা হয়ে থাকে, কোনো সুস্থ মানুষ, সুস্থ
মস্তিষ্কে একা একা রাতে এই বই পড়তে পারবে না। কারণ এই
বইয়ে আছে গা ছমছম করা সব কাহিনী। এই বই থেকে একটা
সিনেমাও তৈরী হয়ে গেছে।
ড্যানি ৫ বছর বয়স্ক এক ক্ষুদ্র বালক। কিন্তু এই বালকের
রয়েছে এক বিস্ময়কর প্রতিভা। রয়েছে প্রখর বুদ্ধিমত্তা এবং
পর্যবেক্ষণ ক্ষমতা। রয়েছে অলৌকিক কিছু ক্ষমতাও। যখন তার
বাবা ‘ওভারলুক হোটেল’ এর তত্ত্বাবধায়কের দায়িত্ব পান, তখন তার
এই ক্ষমতা আরও বিপদজনকভাবে প্রতিফলিত' হতে থাকে।
শীতের সময় এই হোটেলটি সংস্কারমূলক কাজের জন্য বন্ধ
হয়ে যায়, ফলে এখানকার অতিথিরা চলে যান অর্থাৎ এটি শুন্য হয়ে
পড়ে। কিন্তু ২১৭ নম্বর কক্ষে এক রহস্যময়ী নারী
থেকে যান। কিন্তু তিনি কখনো জনসমক্ষে
আসেন না।
আবার গভীর রাতে প্রায়ই মুখোশধারী কিছু ব্যক্তিকে
লিফট দিয়ে উঠানামা করতে দেখা যায়। কিন্তু আসলে
তারা কারা? গভীর রাতে হটাৎ করেই এই হোটেলটি যেন
একটি প্রাণীর মতো জীবন্ত হয়ে উঠে! এই
হোটেলে তো আধিভৌতিক রহস্যময় কিছু একটা আছেই! কিন্তু
কি সেটি ?
জানতে হলে পড়ে ফেলতে হবে যত দ্রুত সম্ভব।
৩. দ্যা এক্সসরসিস্ট
পিটার ব্লেটি
আমার রেটিংঃ৮.৫/১০
এটাও একটা হরর উপন্যাস। একটা ছোট্ট মেয়ের
উপর শয়তানের আত্না ভর করে। ভয়ংকর
শক্তিশালী সেই আত্নারা। হুমায়ুন আহমেদ স্যার
এই উপন্যাসটি পড়ার পর এটা অনুবাদ করেন। এই
উপন্যাস নিয়েও হলিউডে সিনেমা তৈরী
হয়েছে।
৪.অমনিবাস
জিম করবেট
আমার রেটিংঃ৮.৪/১০
এক ভয়ংকর মানুষখেকো চিতা। ইন্ডিয়ার
উত্তরখন্ডে
দিনের পর দিন ত্রাসের রাজত্ব চালিয়ে
যাচ্ছে। প্রায়
৫০০ বর্গকিলোমিটারের বিশাল জায়গা জুড়ে
বিচরণ
করে বেড়ায় এই ভয়ংকর দানবটি। এই বিস্তৃত
বন্ধুর
বনাঞ্চল থেকে এই দানবটিকে খুঁজে বের
করাটা প্রায়
অসম্ভব। ১৯১৮ সালের ৯ ই জুন এই ভয়কর দানবটি
প্রথম
মানুষটি মারে। আর সর্বশেষ মানুষটি মারে ১৯২৬
সালের
১৪ ই এপ্রিল। প্রয় আট বছর অমানুষিক পরিশ্রমের
পর জিম
করবেট এই চিতাটিকে শিকার করতে সক্ষম হন।
এটা কোনো গল্প কিংবা উপন্যাস নয়, এটা জিম
করবেটের ডায়েরী। এর প্রতিটি পাতায় পাতায়
শুধু রোমাঞ্চকর রোমহর্ষক কাহিনী।
৫.চিল্ড্রেন অব দ্যা নিউ ফরেস্ট
ক্যাপ্টেন ফ্রেডরিখ ম্যারিয়েট
আমার রেটিংঃ৮.৪/১০
অসম্ভব সুন্দর একটা উপন্যাস, প্রেম,
অ্যাডভেঞ্চার, যুদ্ধ সবকিছুই এই উপন্যাসে
পাবেন। মোট কথা ভালো লাগার মত একটা
উপন্যাস।
৬.ট্রেজার আইল্যান্ড
রবার্ট লুইস স্টিভেসন
আমার রেটিংঃ৮.৩/১০
এটা মূলত কিশোর উপন্যাস। অ্যাডভেঞ্চার
যারা পছন্দ করে, তারা এককথায় লুফে নিতে
পারেন উপন্যাসটি।
৭.কিং আর্থার এন্ড হিজ নাইটস
হাওয়ার্ড পাইল
আমার রেটিংঃ৮.৩/১০
কিং আর্থার একজন পৌরাণিক চরিত্র। অসম্ভব
সাহসী একজন মানুষ তিনি। তার একান্ত সহচর
বিশপ মারলিন, যিনি অসাধারণ যাদুবিদ্যার
অধিকারী।এবং স্যার উলফিয়াস, যিনি
আর্থারের প্রধান সেনাপতি। যুদ্ধবিদ্যা
সম্পর্কে যার অগাধ জ্ঞান। বিস্তারিত জানতে
হলে পড়ে ফেলুন।
৮.অলিভার টুইষ্ট
চার্লস ডিকেন্স
আমার রেটিংঃ৮.৪
সারা বিশ্বে সারা জাগানো কিশোরকাহিনী
অলিভার টুইষ্ট। এটা পড়ে সারা বিশ্বের
কিশোরেরা চোখের পানি ফেলেছে। সুতরাং
যত দ্রুত সম্ভব পড়ে ফেলুন।
৯.সাইলেন্স অব দ্যা ল্যাম্বস
থমাস হ্যারিস
আমার রেটিংঃ৮.২/১০
হলিিউডের সিনেমার সাফল্য দেখেই এই বইটি
সম্পর্কে আন্দাজ করা যায়। বেশী কিছু বলব না।
শুধু বলব পড়ে ফেলুন।
১০.শার্লক হোমস(দ্যা হাউন্ড অব বাস্কারভিলস)
কোনান ডোয়েল
আমার রেটিংঃ৮.৩/১০
শার্লক হোমসের ভক্ত সারা পৃথিবীতেই প্রচুর।
শার্লক হোমসকে সকল ডিটেকটিভদের গুরু বলা
হয়। রহস্যময় একটা উপন্যাস। আশা করি ভালো
লাগবে।
আমার কাছে এই সবগুলো উপন্যাসই অসাধারণ
মনে হয়েছে। এতটা আপনার কাছে নাও মনে
হতে পারে। আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে
দেখবেন।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১২:২৬