সম্প্রতি নাসার একটি অভিযানের অংশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণ ঘটিয়ে প্রচুর পরিমাণ পানির সন্ধান মিলেছে । নাসা কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চাঁদে মহাকাশ স্টেশন স্থাপনের এই প্রকল্পের একজন বিজ্ঞানী অ্যান্থনি কোলাপ্রিট প্রথম এই আবিষ্কারের কথা সাংবাদিকদের জানান।
জানা গেছে, অভিযানের এই বিস্ফোরণের মাধ্যমে তারা যে পরিমাণ পানি পেয়েছেন তাতে ২ গ্যালন পানি ধারণক্ষম ১২ বালতি পানি ধারণ করা সম্ভব হয়েছে। ক্যালিফোর্নিয়ার অদূরে অবসি'ত নাসার রিসার্চ সেন্টারের মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা জানান, ৭৯ মিলিয়ন ডলার ব্যয়ে সম্পন্ন এ সফল অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো- চাঁদে পানি আছে কি না তা জানা। তবে যা ফলাফল পাওয়া গেছে, তা ছিলো প্রত্যাশারও অতীত!
সিএনএন জানিয়েছে, নাসার এক বিবৃতিতে তারা বলেছেন- ‘এই আবিষ্কার চাঁদ সম্পর্কে আমাদের ধারণা ও জ্ঞানে আরও একটি অধ্যায় খুলে দিয়েছে।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ওয়াশিংটনে নাসা’র হেডকোয়ার্টারের চন্দ্র অভিযান বিষয়ক বিজ্ঞানীদের প্রধান মাইকেল ওয়ারগোর মতে, নতুন এই আবিষ্কার সৌর জগৎ সম্পর্কিত অনেক রহস্যেরই সমাধান করতে পারে। তিনি চাঁদে খুঁজে পাওয়া পানির উৎস হিসেবে সৌর জগতের জোরালো বাতাস, ধুমকেতু, জায়ান্ট মলিকিউলার ক্লাউড ইত্যাদির নাম উল্লেখ করেন।
তিনি আরো বলেন, চাঁদ নিজেও অভ্যন্তরীণ কোনো প্রক্রিয়ায় এই পানির একটি উৎস হতে পারে। এমনকি পৃথিবীরও হয়তো এক্ষেত্রে বিশেষ কোনো অবদান রয়েছে বলেই মনে করেন নাসার বিজ্ঞানী মাইকেল ওয়ারগো।
(সূত্রঃ Click This Link)