
আসলামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন।
কিছু দিন আগে .........এই পোস্ট টিতে মোবাইলফোনে কিভাবে Opera মিনির মাধ্যমে বাংলা দেখা সম্ভব এই ব্যপারে আলোচনা করা হয়েছিল।তখন “বালক বন্ধু” , “ফাইরুজ” বেশ কয়েক জন মোবাইলে বাংলা লেখার কথা বলছিলেন। তারপর আমারও মনে হলো মোবাইলে বাংলা কিভাবে লিখা সম্ভব। এই ভাবনা থেকেই Googleকে সাথে নিয়ে নামিয়ে পরলাম বাংলার সন্ধানে। ৩ দিন প্রচেষ্টার পর পেয়েও গেলাম। মোবাইলের মাধ্যমে কিভাবে বাংলা লেখা ও ফেসবুক,সমু,টেকটিউন সহ অন্যান্য বাংলা ব্লগে পোষ্ট করা যায় এই ব্যপারে এখন বলার চেষ্টা করবো। (Nokia)র ফোনগুলোর হাতে গোনা কয়টি মোবাইল ব্যাতীতো অন্যান্য মোবাইলে বাংলা লেখা যায়না। আর আমাদের Symbian ফোনগুলোর কোনটিতেই বাংলা কোন সাপর্ট নেই। তবে ‘Indisms’নামক সফ্টওয়ার টি ব্যবহার করে Java/Symbian মোবাইলে বাংলা লেখা সম্ভব।

1st step:
আপনার কম্পিউটারে এখান থেকে ‘Indisms’ এপ্লিকেশন ডাউনলোড দিন।
আর আপনি যদি মোবাইল থেকে ভিজিট করে থাকেন তাহলে http://www.indisms.in' target='_blank' >এখান থেকে ডাউনলোড করুন।
আপনার মোবাইলে ইনিষ্টল দিন এবং‘Indisms’ রান করুন।

Select Language নামক এমন একটি পেজ আসবে। এখান থেকে (বাংলা-Bengli) নির্বাচন করে দিন।

এখন New Messege বা বার্তা নির্মানে যেয়ে Phoneticকী-বোর্ড ব্যবহার করে অতী সহজেই বাংলা লিখুন! প্রথম প্রথম বাংলা লিখতে সমস্যা হলে আপনি Language Keypad দিয়ে অন স্ক্রিন কীবোর্ডের মতও বাংলা লিখতে পারেন।এভাবে বাংলা লিখতে সুবিধা হবে যাদের মোবাইলে QWERTY কীবোর্ড আছে। অর্থাৎ : E-series mobile phone (E60, E61, E70, ...)
তবে আমার মতো N-series(N70,N71, N72…….)মোবাইল ব্যবহার করেন তাদেরও হতাস হওয়ার কিছু নেই। অল্প কিছুদিন ট্রাই করলেই স্পীডে বাংলা লেখা সম্ভব।
আর Phonetic বাংলা লেখার সুবিধার্থে Phoneticকীম্যাপটিতে একবার চোখবুলাতে পারেন।
তবে (ঁ)চন্দ্রবিন্দু (ৃ) সহ আরো কিছু যুক্ত করতে চাইলে অপশনে যেয়ে Language Keypad এ যান। সেখান থেকে # চেপে ডানে বামে নিয়ে দেখুন। ইনসাল্লাহ সব পেয়ে যাবেন। তাছাড়াও মেনুয়্যাল সাহায্যের জন্য হেল্প বাটনটিতো রয়েছেই।

2nd step:
আপনার টাইপ করা বাংলা লেখা “Save to Drafts” করুন। এইবার আপনার ম্যাসেজ অপশনে যান এবং Drafts এর মাঝে আপনার লিখিত বাংলা text টি পাবেন, এটিকে কপি করে Operaতে আপনার কাংঙ্খীত Site এ গিয়ে পোষ্ট করুন। ব্যাস বাংলা লেখাটি পোষ্ট হয়ে যাবে।
ব্যপার টি অনেক ঝামেলার মনে হলেও,দু-একবার পোষ্ট করলে এডজাষ্ট হয়ে যায়।
কষ্টের কথা হলো এটি একটি Indian কম্পানী Sun Microsystems Inc. এর তৈরীকৃত। যে কারন আমাদের ভারতীয় বাংলা বা হিন্দী শব্দ উচ্চারনের ন্যায় এমন ফরমেটেই লিখতে হবে। যেইটা আমাদরে বাঙালী জাতির জন্য হয়তো দুঃখ যনক। আমরা আশা করি, অতি সীগ্রহই আমাদের দেশী অ্যাপ্লিকেশন ডেভেলপাররা মোবাইলের জন্য বাংলা লেখার অ্যাপ্লিকেশন তৈরির দিকে দৃষ্টিপাত করবেন। যেমন করে “Avro” “Bijoy Bayanno” মতো PC ও Netএ বাংলা লেখার সুন্দর সফ্টওয়ার পেয়েছি। তমেনি করে মোবাইলের জন্যও একটি অ্যাপ্লিকেশন দাবি করতেই পারি।।।
আমি অভিজ্ঞ ব্লগার নই। তবে আমার সিমীতজ্ঞান থেকে,অন্যের কাজে লাগবে, এমন কিছু লেখার চেষ্টা করি। তাই লেখায় ভুলত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭