

ওপেন সোর্স এবং কমার্শিয়াল সফটঅয়্যারের মধ্যে বিরোধটা ব্যবসা তথা মুনাফা অর্জনের জায়গায়। আমরা মোনামুটি সবাই জানি, কমার্শিয়াল সফটঅয়্যারের ক্ষেত্রে মাইক্রোসফট বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় শক্তি। এ পোষ্টে সেই মাইক্রোসফট-এর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলার উপযোগী কিছু সফটঅয়্যারের নাম ঠিকানা দেয়ার চেষ্টা করবো।পয়সা দিয়ে কেনা সফটঅয়্যারের থেকে কোনো অংশেই এগুলো পিছিয়ে নেই বলে আমার মনে হয়।
আপনার কি মনে হয়?
প্লিজ ব্যবহার করেই দেখুন।

_____________________________________________
ব্রাউজার
_____________________________________________

মজিলা ফায়ারফক্স
ফায়ারফক্সের বর্ণনা দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। মাইক্রোসফট-এর ইন্টারনেট এক্সপেঙারারের যোগ্য প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে তাহলে তা এই মজিলা ফায়ারফক্স।সম্প্রতিক এর নতুন বিটা ভার্সন বেরিয়েছে।
:ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:

গুগল ক্রোম
যত ওয়েব ব্রাউজার আছে তার মধ্যে অনেকেই ক্রোমকে সবচেয়ে দ্রুতগতির বলে রায় দিয়েছেন। ইন্টারনেট এক্সপেঙারার এবং মজিলা ফায়ারফক্স-এর পর গুগল ক্রোম তৃতীয় প্রিয়তম ওয়েব ব্রাউজার।
:ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:

অপেরা
অপেরা ব্রাউজার অর একটি জনপ্রীয় ব্রাউজার।আমি নিজেই এইটি ব্যবহার করি। স্বল্প পরিসরে সীমিত মগেবাইট এর মন্থর গতীর ইন্টারনেট স্পীড হলে এর বকিল্প নেই।এটি দ্বিতীয় প্রিয়তম ওয়েব ব্রাউজার।
:ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:
_____________________________________________
অডিও/ভিডিও
_____________________________________________

ভিএলসি প্লেয়ার:
একটি ওপেন সোর্স মাল্টিমিডিয়া প্লেয়ার, এটিতে প্রায় সমস্ত অডিও এবং ভিডিও ফাইল ফরম্যাটকে প্লে করতে পারে।
:ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:

মিডিয়া প্লেয়ার ক্লাসিক
ঝামেলামুক্ত এবং সহজ সরল একটি মিডিয়া প্লেয়ার। যে কেউ অনায়াসে ব্যবহার করতে পারে।এটি আমারও অনেক ভালো লাগে। mp4,mp3,mpg,vob,avi,flv,wmv,wma,aac,mov সহ মোটামুটি সকল ফর্মেটই সাপোর্ট করে।
:http://mpc-hc.sourceforge.net/' target='_blank' >ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:
অফিস স্যুইট অ্যাবিওয়ার্ড
একটি ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসিং সিস্টেম। ডকুমেন্ট লেখা,সম্পাদনা করা, সংরক্ষণ করা - সবই করা যাবে |
:ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:

ওপেনঅফিস
পুরোপুরিভাবে ফ্রি এবং ওপেন সোর্স প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস দিয়ে যা যা করতে পারেন তার প্রতিটি কাজই করতে পারবেন ওপেনঅফিস দিয়ে।আমি এইটি ব্যবহার করি ms.office এর বিকল্প হিসেবে ।
:ডাউনলোড করতে এখান ক্লিক করুণ:

পিডিএফ ফর্জ
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট তথা পিডিএফ নিয়ে কাজ করতে হয় আমাদের প্রায়ই।অনেকের আবার ইচ্ছা আছে কিন্তু পিডিএফ রাইটার এর জটিলতার কারণে পিডিএফ সম্পাদনা করা সম্ভাবপর হয়ে ওঠেনা।তাদের জন্য এটি নিঃসন্দেহে বেশ কাজের সফ্টওয়ার। পিডিএফফর্জ আপনাকে দেবে নিজের প্রয়োজন এবং খেয়ালখুশিমত পিডিএফ প্রজেক্ট তৈরির ক্ষমতা।
ডাউনলোড লিংক:
_____________________________________________
=============================================
আর একটি কথা,আপনার মোবাইল ফোনে যদি বাংলা না সাপর্ড করে,তাহেল :এই পোষ্টিটি অনু সরণ করে বাংলা সাপোর্ড করাতে পারেন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৪