বর্তমানে সবচেয়ে বেশি সাড়া জাগানো মুভির কথা চিন্তা করলে যে মুভির নাম প্রথমে মাথায় আসবে তা হল The Avengers ।Joss Whedon পরিচালিত এই মুভিটিতে মারভেল এর সকল সুপারহিরোকে একসাথে দেখানো হয়েছে।একশন ধাঁচের এই মুভিটিতে একশন ছাড়াও রয়েছে কমেডি ও থ্রিলিং এর যথেষ্ট খোরাক।অনেকেই ব্লু-রে এর আশায় এখনও মুভিটা দেখতে পারেন নাই।তাদের জন্য আজ এই স্বল্প প্রয়াস।
ছবিতে Iron Man এর চরিত্রে Robert Downey Jr. ,Captain America এর চরিত্রে Chris Evans,Hulk এর চরিত্রে Mark Ruffalo,Thor এর চরিত্রে Chris Hemsworth,Loki এর চরিত্রে Tom Hiddleston ছাড়াও অন্যোন্য চরিত্রে অভিনয় করেছেন Scarlett Johansson, Jeremy Renne, Samuel L. Jackson এবং আরও অনেকে।ছবির প্রথম দিকে প্রধান লক্ষ্যবস্তু একটি এনার্জি পাওয়ার সমৃদ্ধ মেটাল যার সাহায্যে মারাত্মক নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা সম্ভব।কিন্তু এলাকাবাসীর অনুপ্রেরনায় সেই বস্তুটি হস্তগত করতে পৃথিবীতে নেমে আসে LOKI।সে তার লক্ষে সফল ও হয়।সাথে বোনাস হিসেবে কাজের সুবিধার জন্য নিয়ে যায় Hawkeye (Jeremy Renner) ও Selvig(Stellan Skarsgård) কে।তখন অন্যদের আদেশ উপেক্ষা করে Nick Fury (Samuel L. Jackson) নিজের ইচ্ছায় সকল সুপারহিরোকে ডেকে আনে এবং একত্রিত করে LOKI এর বিরুদ্ধে লড়াই করতে বলে।এসময় নিজের ভাইকে আসগারড এ নিয়ে সাজা দেয়ার জন্য উপস্থিত হয় থর।সে পড়ে অন্যোন্য সুপারহিরোর সাথে কাজ করে।এখানে কিন্তু হাল্ক কে ডাকা হয় তার রেডিয়েশন এর উপর দক্ষতা থাকার জন্য সাইন্টিস্ট হিসেবে, শক্তিশালী হাল্ককে ব্যাবহারের জন্য নয়।
ছবির প্রথম দিকে তো সুপারহিরোরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করে দেয়,তবে তাদের ভুল ভাঙতেও সময় লাগে না।ছবিটা শুধু একশন টাইপের ই না,ছবিতে কমেডিও রয়েছে সেরকম।নায়কদের প্রত্যেকেই একে অপরকে প্রতিটি কথায় মুখের উপর জবাব দিয়ে দেয়।একসময় সকলেই নিজেদের কাজের গুরুত্ত অনুধাবন করতে পারে এবং নিজেদের ক্ষমতা দেখানোর জন্য কাজে লেগে পরে।ছবিতে Iron Man,Hulk,Thor এর ক্ষমতার সুব্যবহার ই হয়েছে।Captain America, Hawkeye, Black Widow এর কার্যকলাপ ও ছিল সেরকম!
ছবিতে শয়তান শুধু LOKI ছিল না,তার সাথে তার এলাকাবাসীরা যোগ দিয়ে ছবিতে এনে দেয় চরম একশন এর মুহূর্তগুলো।শেষের দিকে Iron Man এর একশন তো চরম লাগছে।বাকিরাও ছিল সেরকম।
পরিশেষে বলা যায়,ছবির ১ মুহূর্তও বোরিং লাগে নাই।ছবির গ্রাফিক্স,একশন,অভিনয়,ডিরেক্টিং,সাউন্ড সবই আমার কাছে অসাধারন লাগছে।সবকিছু মিলে অসাধারন একটা মুভি হইছে।ছবির অনেকগুলো সিন ই বারবার দেখতে মুঞ্চায়। তাই আমার পরামর্শ হবে যত তারাতারি সম্ভব মুভিটা দেখে ফেলা।
অবশেষে,পোস্টটি পরার জন্য অসংখ্য ধন্যবাদ!!!
৭২০পি ব্লু-রে লিঙ্কু
৪৮০পি ডিভিডিরিপ লিঙ্কু