আরেকজনের পিছে গু দেখে হাসি দিয়েন না , আগে নিজের গু সাফ করেন , বেসম্ভব গন্ধ ছুটছে !
এ আর রহমান , একন টাকা পাইছে , এই দেশে উড়াল দিয়া আইছে গান গাইয়া বস্তা ভইরা টাকা নিয়া আবার উড়াল দিয়া গেছে গা । টাকা পাইলে তারা সাহারা মরুভুমিতেও ড্যান্স দিবে , এইটা ইস্যু না । কথা হইল তাদের নিয়া আসচ্ছে কে ? নিয়া আসচ্ছি এই আমরা । আমরা কেন নিয়া আসচ্ছি ? কারণ আমাদের অন্তরে ' বন্দে মাতারাম ' আর বাইরে - ' *ুদির ভাই ভাদা '
আমারে কি বলবেন , সন্ধ্যার পর কয়টা বাসায় বাংলাদেশী চ্যানেল চলে ? কয়টা পাবলিক জানে এখন আমাদের হল গুলোতে কোন কোন বাংলাদেশী মুভি চলছে ? বাংলাদেশী শিল্পীদের অ্যালবাম আমরা কয়জন গ্যাঁটের টাকা খরচ করে কিনি ? খোদ বাংলাদেশী আর্টিস্টদেরকেই যদি জিজ্ঞাস করা হয় -- আপনার প্রিয় অভিনেতা/ অভিনেত্রী কে ? জবাব কি হবে ?
উত্তর গুলো আমাদের সবার জানা । কিন্তু মুখ ফুটে না বলাই ভালো । এতে জাতি হিসেবে আমাদের দীনতাই প্রকট ভাবে ধরা দিবে । তবে আড়ালে একটা কইয়া যাই -- রনভির কাপুর কিউট , শাকিব খান খ্যাত । ( তা আপনে নিজে কি ? )
( তবে এই কথাও সত্য , আমাদের কিছু আর্টিস্ট আর নির্মাতাদের ভয়াবহ বলিউড প্রীতি আমাদের আতংকিত করে তোলে )
বিসিবি আঠারো কোটি টাকা খরচ করে ভারতীয় শিল্পী নিয়ে আসচ্ছে কারণ তারা জানে আমাদের পাবলিক এইটাই খাবে । যুগের ডিম্যান্ড এখন ' জয় হো '
তারা প্রজন্মের ডিম্যান্ড পূরণ করছে । ঢাকার বাতাসে জয় হো ঢুকাইয়া দিছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সচেতন পাবলিক সেটা খাইছে । তারা ভরপুর খানা খাইছে । তা না হলে ৭৫ হাজার টিকেট সব সেল হয়ে যায় না ।
একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না -- একনের কোন গানে পাবলিক বেশি মৌজ মাস্তি করছে , কেউ বলতে পারেন ? জী , ঠিক ধরেছেন -- " ওয়ানা বি মা চাম্মাক চালো , ও ও ও " ( ও ও টু বি কন্টিনিউ )
একন কালু সেনেগাল থেকেইক্কা এসে ফট করে বুঝে নিয়েছে বাঙ্গালীদের খাওয়াইতে হইব ইন্ডিয়ান মাল , এরা এতেই বেশি ফুর্তি পায় । তাই চমক হিসেবে একন শেষ ধামাকা রাখছে - ওয়ানা বি মা চাম্মাক চালো ' এবং মজার বিষয় একন সফল । ঐ গানে পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়েছে উল্লাসে ! আর আইয়ুব বাচ্চুর মতো লিজেন্ডদের গানে নেই একটা হাততালি !
( হায় রে একটা ভিনদেশী পর্যন্ত বুঝে ফেলে বাংলাদেশীদের কাছে জমে --
Jônôgônômônô-ôdhinayôkô jôyô he Bharôtôbhagyôbidhata
Pônjabô Sindhu Gujôraṭô Môraṭha Drabiṛo Utkôlô Bônggô-
---------------------
Jôyô he, jôyô he, jôyô he, jôyô jôyô jôyô jôyô he
ইন্ডিয়ান ন্যাশনাল আন্থাম )
নীচে যে ছবিটা দেখছেন -- সেটা ঢাকার প্রাণকেন্দ্র বসুন্ধরা শপিং মলের নীচ তলার একটি দোকানের ছবি । এই দোকানে অ্যান্টি , আপুদের উপচে পড়া ভিড় । কারণ -- একটাই দোকানের নাম এবং লোগো । star plus !
এই ছবি ঢাকার নিউমার্কেট এলাকা থেকে নেয়া । সেখানে বিশাল বিলবোর্ডে ঘোষান দেয়া হচ্ছে -- ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস ও শাড়ি পাওয়া যায়
তিস্তার পানি মমতা দি শুষে নিক , সুন্দরবনে দাদারা পেদে দিক , বাংলাদেশের অহংকারের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভারতীয় চলচ্চিত্র হাসি তামাশা করুক -- তাতে কোন সমস্যা নেই , আমাদের কেবল সন্ধ্যার পর জী বাংলা , স্টার জলসা , star plus দেখতে দিলেই আমরা খুশি !!
ভাইয়া এবং আপুরা -- আগে নিজে নিজেকে বদলে নিন । নিজেকে নিজে পরিস্কার করলে আর অন্যের গু দেখে হাসতে হবে না । যখন সবাই নিজেকে নিজে পরিষ্কার করে ফেলে -- তখন আর কারও পিছনে নোংরা থাকে না । থাকতে পারে না ।
বাদা ( বাংলাদেশী দালাল ) এ ছেয়ে যাক বাংলাদেশ , এই কামনা । বিশ্বাস জাগুক ভিতরে -- i am bangladeshi , i am proud to be a bangladeshi !