আমার এক বন্ধুর কাছ থেকে জানলাম তার শিশু দুই ভাগনে ভাগ্নি ( যাদের বয়স যথাক্রমে ৪ বছর এবং সাত বছর ) আজ বিশ ফেব্রুয়ারি"তাদের স্কুল এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে এসেছে ! কারণ , তাদের স্কুল কমিটি আজ ( বিশ ফেব্রুয়ারি ) মাতৃভাষা দিবস পালন করবার নির্দেশ দিয়েছে । এক্ষেত্রে স্টুডেন্টদের পারেন্টস ছিল নিরুপায় । কারণ স্কুল কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ালে ভবিষ্যতে তাদের সন্তানদের সেই স্কুলে নিয়মিত পড়াশুনায় মারাত্মক অসুবিধা সৃষ্টি হতে পারতো ।
কেন বিশ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল ? এমন প্রশ্নের জবাবে সেই স্কুল কমিটি আবছাভাবে জানিয়েছে - কাল যেহেতু শুক্রবার , ছুটি । তাই আজ বিশ তারিখে ২১শে ফেব্রুয়ারির সকল আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে ।
অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এইসব স্কুল ম্যানেজমেন্ট হাতে ধরে শিখিয়ে দিচ্ছে ইচ্ছা করলেই বিশ তারিখে তুমি মাতৃভাষা দিবস পালন করতে পারো ! ওইসব ভুল ইতিহাস শিক্ষা দেয়া স্কুলের কাছে ২১ ফেব্রুয়ারি শুধুমাত্র একটি দিন , এক টুকরো আনুষ্ঠানিকতা ! এর বেশি কিছু নয় ।
আমরা কি কল্পনা করতে পারছি , কতোটা ভয়ংকর সমইয়ে আমরা বসবাস করছি ! আমাদের শিশুদের বিশ তারিখ জোর করে পালন করতে বাধ্য করা হচ্ছে মাতৃভাষা দিবস !! আমাদের শিশুরা জানতে পারছে না আমাদের অহংকারের ২১ ফেব্রুয়ারি কেন হয়েছিল , আমাদের সাধের বাংলা ভাষা কিভাবে জন্ম নিল তারা শিখতে পারছে না । তারা জানতে পারছে না কতোটা রক্তের বিনিময়ে আজ আমরা ' মা ' ডাক দিতে পারছি প্রানখুলে । আমাদের শিশুদের জানতে দেয়া হচ্ছে না এই দেশের প্রভাতফেরীর গৌরভ আর ভালোবাসার । তুলির আঁচড়ে শহীদ মিনার রাঙ্গিয়ে তোলার অপার আনন্দ তারা উপলব্ধি করতে পারছে না । শহীদ মিনারে খুব ভোরে খালি পায়ে হেঁটে লাখ লাখ মানুষের শ্রদ্ধাভরে ফুল দেয়ার অনুভূতি আমাদের শিশুরা অনুভব করতে পারছে না । আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বচক্ষে দেখতে পারছে না ২১ ফেব্রুয়ারির ভোরে শহীদ মিনারে আঁচড়ে পড়া সূর্যের আলো কতো উজ্জ্বল হতে পারে । কারণ তাদেরকে সুকৌশলে ফাঁকি দেয়া হচ্ছে । আমাদের বাচ্চাদের ভিতর থেকে খুব সচেতনভাবে ভাষার জন্য ভালোবাসা নষ্ট করে দেয়া হচ্ছে ।আমাদের গর্বের সেসব ইতিহাস আমাদের স্কুলগামী শিশুদের মন থেকে মুছে দিচ্ছে এইসব অভিজাত স্কুল এবং সেটা তারা বাস্তবায়ন করছে বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানীতে দাড়িয়ে । বাংলাদেশের ইতিহাস নস্যাতের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে ২১ ফেব্রুয়ারির সঠিক ইতিহাস , বাস্তব অভিজ্ঞতা সেইসব অভিজাত স্কুল সম্পূর্ণ নিজের খেয়ালখুশি মতো পরিবর্তন করে নিচ্ছে ।
ইন্ডিয়ান চলচ্চিত্র ' গুন্ডে' আমাদের ইতিহাস বিকৃত করেছে - তার জন্য আমরা প্রতিবাদী হতে পেরেছি । এখন নিজ দেশের একদল চুতিয়া আমাদের শিশুদের , আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মাতৃভাষা দিসব সম্পর্কে ভুল এবং বিকৃত ইতিহাসের শিক্ষা দিয়ে যাচ্ছে ।
২১ ফেব্রুয়ারির ইতিহাস বিকৃতকারী দেশীয় চুতিয়াদের বিরুদ্ধে কেন আমরা প্রতিবাদ করবো না ?প্রতিবাদ করবার কেউ কি আছেন ?
এই সেই স্কুল , যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিকৃত করছে -
Bangladesh International Tutorial
সেইসাথে বিভিন্ন সোর্স থেকে উত্তরার আরও কিছু স্কুলের লিস্ট হাতে আসলো যারা মাতৃভাষা বিকৃতের অনুরুপ কাজ করে চলছে । তাদের নাম নীচে দেয়া হল -
১/ Adam's Garden International School [উত্তরা সেক্টর ৭, রোড ১৮]
২/The Aga Khan School, Dhaka
৩/ dps school uttara dhaka
আমরা জবাবদিহিতা আশা করছি না , কারণ কোন মতেই , কোন যুক্তিতেই বিশ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন মেনে নেয়া যায় না ।
আমরা দাবী জানাই - ক্ষমা প্রার্থনার এবং ভবিষ্যতে এমন মারাত্মক ভুল না করবার লিখিত অঙ্গীকারনামা অন্যথায় এইসব স্কুলের লাইসেন্স বাতিল করা হোক