তোরে ভুলবার পারি নাই
ব্রহ্মপুত্রের বাম কোনায় ডাইন পা ভিজাইয়া কসম কাটছিলাম
তোর ঘোমটা দেয়া মুখ ভুইল্লা যামু
কিয়ের কি
গ্রীষ্মের কানা বাতাসে ঠিক ই তো তোর মাথার কাপড় পইড়া গেল
আর আমি বেকুব হইয়া গেলাম
‘ তুই কি আমার ? নাকি
না
আমার ? নাকি
না
হ্যাঁ নাকি না
ধুর
লাফ দিমু , কসম কাইট্টা কইলাম লাফ দিমু
সেলোমেশিনওয়াল লঞ্চ থেইক্কা ,
একদম বালির মধ্যে বডি ডুকাইয়া দিমু
কেউ খুইজ্জা পাইত না ।
আমি আর শামুক দোস্তি পাতাইয়া কমু
‘ তোর ঘোমটা দেয়া মুখ ভুইল্লা যামু
যামু
যামু
যামু
কিয়ের কি
ঐ যে আবার তুই সামনে
সব কসম খসে পড়লো __ তোর ঘোমটার লাহান