আমি ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম ।
তুমি তোমার পাগল করা ফিগার নিয়ে দাঁড়িয়ে আছ বিছানার পাশে , তোমার ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম ... এই বৈশাখী গরমে পাগল করে দেবার মত লাল ঠোট ...
আমি চেয়েছি তোমাকে ... কতভাবেই না চেয়েছি ... ক্লান্ত অফিসের কাজের ফাঁকে , সকালে ঘুম থেকে ওঠার পর , বৃষ্টিভেজা কোন একাকী রাত্রিতে ... আমি চেয়েছি তোমাকে , একান্তভাবে , নিবিড় করে ।
আমি জড়িয়ে ধরলাম তোমার ক্ষীণ কটি , কাছে টানলাম তোমাকে ... একটুকুও বাধা দিলে না তুমি । আমি আমার চোখের সামনে দেখছি তোমার ঠোঁট ... বিন্দু বিন্দু ঘাম , স্বচ্ছ আবরণ ভেদ করে দেহের সবটুকু ।
আমি প্রত্যাশায় বাড়িয়ে দিলাম ঠোঁট ....
অশ্লেষে তোমার ঠোঁটে ঠোঁট দিলাম ডুবিয়ে , পান করতে লাগলাম তোমার লাল , ভেজা ঠোঁট থেকে মৃতসন্জিবনী সুধা ... যার স্বাদ আমি ছাড়া আর কেউ অনুভব করছে না ..... হে বিদেশিনী , এসো , ধন্য কর আমায় !
আহ!!!
বুকের গভীর থেকে গভীরে চলে যাচ্ছ তুমি ... শীতল করে দিয়ে যাচ্ছ আমার অন্তকরণ ... আমি ধন্য , আমি তৃপ্ত , আমি সার্থক
শেষ বিন্দুটুকু উপভোগের পর আমি কোকের বোতলটা নামিয়ে রাখলাম ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮