কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের একটি জামে মসজিদে মল-মূত্র ত্যাগ, ২৫/৩০ টি কুরআন শরীফ ছিড়ে ফেলা, কোরআন রাখার রেল ও মসজিদের ৪ টি জানালার গ্লাস ভাংচুর করার খবর পাওয়া গেছে ।
বুধবার সকালে স্থানীয়রা মসজিদের অভ্যন্তরে এঅবস্থা দেখে পুলিশে খবর দেয়। এদিকে দুপুরের পর কুমিল্লা থেকে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।
স্থানীয় ও বিভিন্ন দায়িত্বশীল সুত্র জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের বাজারের জামে মসজিদে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মূল দরজার তালা খুলে প্রবেশ করে । পরে মসজিদের ৪টি জানালার গ্লাস, কোরআন শরীফ রাখার বেশ কিছু রেল ভাংচুর, ২৫/৩০টি পবিত্র কোরআন শরীফ ছিড়ে ফেলে এবং মসজিদের মেহরাব সংলগ্নস্থানে মল-মূত্র ত্যাগ করে পূণরায় দরজায় তালা আটকিয়ে পালিয়ে যায় ।
বুধবার ফজর নামাজের সময় এসে মুসল্লিরা বিষয়টি দেখতে পায় । এরপর দ্রুত বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন মসজিদে ভীড় করতে শুরু করে ।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন । এ রিপোর্ট লেখার সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি ।
এদিকে খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন দুপুরে ঘটনাস্থলে যান ।
বিষয়টি জানতে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে । কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর হোসেন বলেন, ঘটনাস্থলে এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি গিয়েছেন । তদন্ত করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮