প্রিয় আনিলা,
তুমি আমাকে একটা ওয়েস্টার্ন বই পড়তে দিয়েছিলে । ওই বইয়ের একটা জায়গায় কি যেন ১৮+ কয়েকটা লাইন ছিল । তুমি ওই লাইনটা কালো কালি দিয়ে মুছে দিয়েছিলে , যেন আমি পড়তে না পারি , পড়লে খারাপ হয়ে যাবো । হা হা হা , সামান্য কয়েকটা লাইন পড়লে খারাপ হয়ে যাবো আমি ? আচ্ছা, বেকুব মেয়ে ছিলা তুমি । কড়া নিষেধ ছিল আমার উপর , ১৮+ জিনিস থেকে দূরে থাকার । নইলে মাইর ।
কতো আগের ঘটনা এটা ?
বছর দুয়েক ? নাকি আরও বেশি ?
ফেসবুকে , ব্লগে এখন অনেক ১৮+ লেখা পড়ি , মাইর দিবা না ?
প্রিয় আনিলা,
একদিন তুমি বিয়ের কথা তুলতেই আমি একটা গান শুরু করেদিয়েছিলাম । কেননা তোমাকে কখনোই বুঝাতে পারিনি বাস্তবতা । মনে আছে কোন গানটা ?
"তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন,
তবু বাঁধ সাধে আরেক আশা ফুটপাতে যাদের বাসা-
আগে তাদের জন্য একটা ঘর বানাই ।
তার পরে তোর সিঁথীতে তারার সিঁদূর রাংগীয়ে দিতে করবো ঋন ।।
তোকে নিয়ে ঘর বাধাবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন-
তোর দু-চোঁখ দেখে আমায়, আমার দু-চোঁখ দেখে আকাশ-
সে আকাশে কালো করে মানুষের দীর্ঘশ্বাস ।
জানি তোর আমি অপরাধী, তুই বাদী তুই বিবাদী-
তুই স্বিধধি শক্তি অপরিসীম ।।
কিন্তু যারা গঞ্জে গায়ে বঞ্চনার উজান বায়ে-
আগে তাদের জন্য যৌথ খামার বানাই ।
তার পরে তোর সিঁথীতে তারার সিঁদূর রাংগীয়ে দিতে করবো ঋন ।।
তোকে নিয়ে ঘর বাধাবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন-"
তুমি সেদিন কেবল বিরক্তই হয়েছিলে ।
এখনো কি একেলা বসে এই গানটা শুনে বিরক্ত হও ??
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১