আমি ছাড়া আর কেউ এটা নিয়ে ভেবেছেন কিনা জানিনা। কিস্তু আমি দেখলাম, যেদিন গরম বেশি পড়ে সেদিন ঢাকার রাস্তায় যানজট বেশি হয়। কেন?
১. লোকজনের ধৈর্য কম থাকে। তারা ট্রাফিক সিগনাল মানতে চায় না, নিজে আগে যেতে চায়, ফলে রাস্তায় বিশৃংখলা ও যানজট
২. চালকদের মাথা গরম, থাকে, ফলে সামান্য কারণে লেগে যায় গাড়ি থামিয়ে ঝগড়া। ফলাফল পেছনে লম্বা গাড়ির সারি: যানজট
৩. যাত্রিদের তাড়া খেয়ে চালকের দ্রুত চালনা, ফলাফল ছোট/বড় দুর্ঘটনা এবং তার ফলশ্রুতিতে রাস্তায় যানজট
৪. রোদ ও গরমের কারণে ট্রাফিক পুলিশ মাঝে মাঝে রাস্তা ছেড়ে একটু ছায়াযুক্ত স্থানে গিয়ে দাঁড়ান, ফলে মোড়ের মুখে বিশৃংখলা বেড়ে যায়, বেড়ে যায় যানজট
৫. বেশিক্ষণ রোদে চলার ফলে পুরনো গাড়ির ইঞ্জিন বিগড়ে যেতে পারে রাস্তার ওপর থেমে থাকা গাড়ি সৃষ্টি করে যানজট
পাঠক কী বলেন?