আত্ তাওহীদ প্রকাশনী'র একটা বই কিনলাম কাল রাতে। লেখক খলীলুর রহমান বিন ফযলুর রহমান। বইটা ২০০৩ সাল থেকে বাজারে। বইয়ের কাভার পেজে আরবিতে সূরা ইউসূফের ১০৬ আয়াত এবং তারপর বইয়ের নাম হল অনুবাদটা: "অধিকাংশ লোক আল্লাহ'র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক"। আয়াতটাকে হুবহু এভাবেই অনুবাদ করা হয়েছে।
এখন আমাদের সরল প্রশ্ন, বেশিরভাগ মুসলিম কি আল্লাহ্- কে বিশ্বাস করার পরও মুশরিক? শিরকে লিপ্ত? মুশরিক তো জঘন্যতম কাফির। মুশরিকের চেয়ে নিকৃষ্ট কাফির জগতে দ্বিতীয় নেই। শিরকের চেয়ে বড় যুলম দ্বিতীয় নেই। মুসলিমরা আল্লাহ্' কে বিশ্বাস করেও কি জঘন্যতম কাফির এবং নিকৃষ্টতম যালিম?
সূরা ইউসূফের ১০৬ আয়াতে কী আছে?
সূরা বাক্বারার ২৬ আয়াতে আল্লাহ্ বলেছেন,
ইউদিল্লু বিহি= (কুরআন) এর মাধ্যমে তিনি পথভ্রষ্ট করেন
ক্বাসীরাহ্= অনেককে
ওয়া= এবং
ইয়াহ্-দী বিহি ক্বাসীরাহ্= পথপ্রদর্শন করেন অনেককে
ওয়া মা ইউদিল্লু বিহি= এবং আল্লাহ্ কী করে তাদের পথভ্রষ্ট করতে পারেন
ইল্লাল= যদি না তারা (আগে থেকে হয়ে থাকে)
ফাসিক্বীন্= (নবী ও রাসূলগণের প্রতি অসম্মান ও অস্বীকৃতি জানানোর মাধ্যমে) পাপাচারী?
এ আয়াতে স্পষ্টভাবেই বলা আছে, কুরআনের মাধ্যমে অনেকে পথভ্রষ্ট হবে। অনেকে হবে পথপ্রাপ্ত। আর যারা পথভ্রষ্ট হবে তাদের আল্লাহ্ পথভ্রষ্ট কীভাবে করবেন? তারা পথভ্রষ্ট হবে কারণ তারা আগেই পাপাচারী ছিল। ভুলের উপর ছিল বলেই ভুলের উপর ভুল নিতে থাকবে।
আসুন দেখা যাক সূরা ইউসূফের ১০৬ আয়াতে কী আছে।
ওয়া= এবং
মা= কীভাবে
ইয়ু'মিনু= ঈমান আনল
আকসারুহুম= তাদের অনেকেই/ বেশিরভাগ
বিল্লা-হি= আল্লাহ'র প্রতি
ইল্লা= ছাড়া
ওয়াহুম= বরং তারা
ইউশরিকুন= শরিক করে, মুশরিক
আর কীভাবে তাদের বেশিরভাগ আল্লাহর উপর ঈমান আনলো তা তো নয় বরং তারা শরিক করে।
এ আয়াতে আল্লাহ্ কখনোই এ কথা বলেনি যে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা মুশরিক।
বরং এ কথা বলেছেন যে, তাদের বেশিরভাগ আল্লাহর উপর ঈমান আনেনি, বরং তারা মুশরিক।
যেখানে আল্লাহ্ বলছেন-
যারা আল্লাহ'তে বিশ্বাস আনেনি তাদের বেশিরভাগ মুশরিক,
সেখানে কিছু মানুষ বলছে-
যারা আল্লাহর উপর বিশ্বাস এনেছে তাদের বেশিরভাগ মুশরিক!
ওয়া= এবং
মা=কী করার আছে/ দায়িত্ব আছে
আলাইনা= আমাদের
ইল্লাল= ছাড়া
বালাগুম= পৌছানো
মুবীন= সুস্পষ্টভাবে।
সুস্পষ্টভাবে সত্যকে পৌছানো ছাড়া আমাদের আর কোন দায়িত্ব নেই।
হে আল্লাহ্ আমাদের সালাত ও সালাম অনুগ্রহ করে পাঠান সাইয়্যিদি রাসূলিল্লাহ্ ও তাঁর পরিবার-অনুসারীদের প্রতি।