তাঁরা ও আমরা বাকিরা একই রকম। আমাদেরও ক্ষুধা লাগে তাঁদেরই মত। আমাদের একটা ঘর ও মাথার উপর ছাদ, পিঠের নিচে বিছানার প্রয়োজন হয়- তাঁদেরও। তাঁরা অপেক্ষা করছেন ভোরের জন্য। শাহবাগে। জাদুঘরের সামনে। পিঠের নিচে শক্ত ফুটপাতের পাথরগুলো লজ্জায় শীতল। আপনারা আমরণ অনশন করছেন, একটু অনুভব করে দেখতে চাই আপনাদের, একটু ছুঁয়ে দেখতে চাই অনুভূতি।
নিতান্তই গৃহী মানুষ আমরা। নিতান্তই ভোগী হয়ত। ঘর বাঁধা হয়ে দাঁড়ায়। সংসার, স্ত্রীপুত্র দেয়াল হয়ে দাঁড়ায়। তাই শাহবাগে পিঠ ঠেকাতে পারি না। প্রতীকীভাবে আপনাদের সাথে, শহীদ রুমী স্কোয়াড, যুক্ত হলাম ৭১ ঘন্টার জন্য।
আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের।