মা, আমরা অভিশাপমুক্ত।
আমরা মূক নই।
অন্ধ নই।
বধির নই।
অক্ষম নই।
দেখো, অপরাধবোধের বোঝায় আমাদের মস্তক আজানু অবনত নয় আর। শোকের কান্না, আনন্দের কান্নার বাইরে পূর্ণতার কান্না বলেও একটা কাঁদা কেঁদে দেখানো যায় মাগো- আজকে সেটাও কেঁদে দেখালাম।
মা-রে! আমরা শুধু একটা ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করিনি, একটা একটা পোকাকে দলিত মথিত করার জন্য আবারো যুদ্ধে জিতেছি।
আমরা অন্যায় সহিনি মা, তবঘৃণা যেন আমাদের আর তৃণসম না দহে।
মাতৃরূপেণ সংহিতা- মা, তোমার মাতৃরূপ এই প্রথম সংহিত হলো।
আমরা আজকে মানুষ। আমরা ধরিত্রীর হাজারো লাখো জাতির মত, লক্ষ লক্ষ বছরের মত, আমরাও, মানুষ। দেখো মা, আমরা ফিনিক্স পাখির মত ছাই থেকে উঠে এসেছি। উঠে এসেছি গুলি খাওয়া ক্ষওয়া করোটির সারি থেকে।
মাগো, তোমায় অভিনন্দন। আজকে রক্তের দাগ কোথায় গেল?
তুমি এত সবুজ কেন মা?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০