আমি আমার আমি' কে চূর্ণ করে তোমার লহরে ভেসেছি
হাবিব, তোমার সিন্ধুমাঝে বিন্দুসম নেচেছি।
একটা ঘোরে যাই যে মরে সকাল সন্থ্যা রাতে,
প্রভু, তুমি নিবে কি আমাকেও, মদিনাতে?
উঠলে যেমন সূর্য, প্রভু, মোমবাতি আর রয় না-
অবুঝ, ইয়াতিম মনও আমার ক্বাবার কথা কয়না।
প্রভু, আমি হতে পারি জঙ ধরা পেরেক,
চুম্বক টানলেই যাব, পথ বেরুবেই এক।
প্রভু, আমি হতে পারি চক্ষুবিহীন পোকা,
সম্ভব নয় আলোর পথে যাত্রাটা তার রোখা।
বলবনাতো কথা, মালিক, খুলবনাতো মুখ-
চাইনা তোমার আমার দেখা, আর কেউ দেখুক।
তখন যদি গায়ে ঠেলে দেয় তাড়িয়ে কেউ,
আসব ফিরে পরের বেলায়, ঠেলে হাজার ঢেউ।
থাকব হয়ে জড়োসড়ো, কাঁদব না এক বিন্দু,
মালিক! তোমার গৃহকোণে ডেকে নিও কিন্তু।
" তোমরা তাঁকে তেমন সাব্যস্ত করো না, যেমন নিজেদের করো... তোমাদের কন্ঠ যেন এই নবীর কন্ঠ থেকে উচু না হয়... তোমরা তাঁকে উচ্চস্বরে আহ্বান করো না... নিশ্চই পবিত্র পুরুষের জন্য পবিত্র রমণী এবং আবারো অপবিত্র পুরুষের জন্য অপবিত্র রমণী... তোমরা তাঁর গৃহে আমন্ত্রিত হয়ে আলাপ আলোচনায় মত্ত হয়ে যেও না, আর খাবার শেষ করার পর বেশি সময় অবস্থান করো না, আর হয়ো না তাঁর কষ্টের কারণ। আর তোমরা যখন নিজের উপর অত্যাচার করে ফেল, ক্ষমা প্রার্থনা কর তাঁর আশ্র্রয়ে গিয়ে, জেনে রাখো, নিশ্চই আল্লাহ্ পরম ক্ষমাশীল।"
আপনার আগমনে শুভেচ্ছা। স্বাগতম ইয়া রাসুলাল্লাহ্- নজরুলের কন্ঠে,
"মধু পূর্ণিমারই সেথা চাঁদও দোলে, যেন ঊষার কোলে রাঙা রবি দোলে,
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে...'
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৩