1. হজরত ইয়াকুব আ. কে নবী মানেন, তারপর আর কাউকে মানেন না, এমন ধর্মানুসারী আছেন এখনো। তাদের ডাকা যেতে পারে জ্যাকোবিয়ান নামে। এই ধর্মটা ঈসা আ., মুসা আ.’র সময়েরও আগের।
2. জ্যাকোবিয়ানরা টিকে আছেন তো আছেন, খোদ সৌদি আরবেও।
3. ঈশ্বর আরাধনা নয়, পৃথিবীতে শয়তান পূজার প্র্যাক্টিক্যাল ধর্মও আছে।
4. শয়তান পূজার ধর্ম ইউনাইটেড স্টেটস অভ অ্যামেরিকায় সাংবিধানিকভাবে স্বীকৃত, অধিকারপ্রাপ্ত।
5. এই ধারার একটা ধর্ম পৃথিবীতে অবিকৃতভাবে তিন হাজারেরও বেশি বছর ধরে টিকে আছে। ধরি, ধর্মটার নাম স।
6. বর্তমান পৃথিবীতে স ধর্মের সরাসরি অনুসারির সংখ্যা পঞ্চাশ লক্ষেরও বেশি।
7. জানা যায়, বিশ্বে এমন কোন দেশ নেই, যেখানে স’র উপাসনালয় নেই।
8. আমরা এখন নাস্তিক বলে অনেককেই চালিয়ে দেই বাজারে, মজার ব্যাপার হল, সেই বিখ্যাত নাস্তিকদের বিশাল একটা অংশ আদতে স’ ধর্মের অনুসারী ছিলেন।
9. কিম্ভুত কিমাশ্চর্যম, বাহাই, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, জ্যাকোবিয়ান এমনকি অফ ট্র্যাকের ধর্ম স ও একটা কমন পবিত্র ভূমিতে বিশ্বাস করে। পৃথিবীর সুনির্দিষ্ট একটা অঞ্চল।
10. শুধু তাই না, এই স-ক-ল ধর্ম, এমনকি শিখ, রজনিশিয়ানরা পর্যন্ত সুনির্দিষ্ট একজনকে কমন ধর্মপ্রণেতা ও সত্যপথিক হিসেবে মানেন।
11. আত্মিক সাধনার ক্ষেত্রে বৌদ্ধ, হিন্দু, মুসলিম, জরোআস্ত্রিয়ান, বাউল- সবাই একই ড্রেসকোড মানেন।
12. শুধু একই ড্রেসকোড মানেন না, একই আচরণবিধি মানেন। লোকালয় ছেড়ে যাওয়া, কথা না বলা, নারীসঙ্গবর্জন, সামান্য খাদ্যগ্রহণ, ইশারা থেকে বিরত থাকা, আর্থিক কাজকর্ম থেকে বিরত থাকা ইত্যাদি।
উৎসর্গ: মাধব শুক্ল দ্বাদশ... মাধব মাসের শুক্লপক্ষের বারো তারিখ, বারো রবিউল আউয়াল।