প্রথম খন্ড
মহা বিস্ফোরনের স্বাক্ষী হয়ে
কাল থেকে কালান্তরে
জ্বলছি এক স্ফুলিঙ্গের মত,
প্রচন্ড তাপদাহে পুড়ে যাচ্ছে
বন্ধন
ভালবাসা
প্রেম,
জীবনের যতেক সঞ্চয় !
দ্বিতীয় খন্ড
রাতজুড়ে মৃত চাঁদের কি আস্ফালন !
বোবা প্রেমিকের মত তাকিয়ে রয়
আধপোড়া চোখ নিয়ে
উপহাস করে যায় সময়ে সময়।
তৃতীয় খন্ড
বিশাল জলরাশির মাঝে
টুপ করে ঝরে পড়া
একফোটা জলের মিলন,
মিলনের উন্মাদনায়
সৃষ্টি হল জল তরঙ্গের,
ক্রমশই তা বিস্তৃত হওয়া
ক্রমশই দুরে সরে যাওয়া।
উধাও ভাবুক
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯