আঁধারে ঘেরা এক জীবন
এক জীবন কেটে যাবে
অন্তহীন আঁধারের মাঝে,
দুরন্ত উচ্ছাসে ছুটবোনা
শামুকের মত গুটিয়েই
কেটে যাবে এক জীবন।
সঙ করা আর ছল করা
জীবনের এই রঙ্গমঞ্চে
বৃত্তের আবর্তে জীবন,
বৃত্তের পরিধী ছোট হয়ে যাচ্ছে দিনে দিনে,
আঁধার থেকে ঘন আঁধার।
প্রতারিত স্বপ্নের ভয়ে
নির্জন আঁধার ভালবেসে কেটে যাচ্ছে এক জীবন।
বোঝেনা কেউ, আমি যা বুঝি,
কেউ বোঝেনা আমি কি খুঁজি।
অন্তহীন আাঁধারের... বাকিটুকু পড়ুন