নিজের কাছে অচেনা তুই
মনরে দিলি পরবাস,
সেই নিরন্তর একজনাতে
হইলনা তোর বসবাস...
নিরন্তর সেই একজনাতে বসবাসের নেশায় বুঁদ হয়ে কখনও প্রবল কোন সরিসৃপের মত খুঁজে ফিরছি মাটির তলদেশ থেকে তলদেশে, আকাশের তারাগুলো প্রস্ফুটিত হয়ে আছে কোন বৃক্ষের শাখায় - শাখায় ! কোথায় ছিলাম আমি ? কোন সাগর বা মহাসাগরের তলে ! কেন আমার আগমন, আর যাচ্ছিই বা কোথায় ? সময়ের বিরামহীন স্রোতের সাথে তাল মিলিয়ে ছুটে চলছি পাগলা ঘোড়ার মত। কখনও সময়েরই নিয়মে জ্বলে উঠছি দুরন্ত উচ্ছ্বাস নিয়ে দিয়াশলাই এর মত। আবার চুপসে যাচ্ছি একশ ভাগ নিরাপদে। জীবন নাটকের রোম্ঞ্চকর মুহুর্তগুলোতে যেন উঠে যাচ্ছি তর তর করে, আবার অনাকাঙ্খিত ছোবলে নিম্নে পদার্পন ! যেন সাপলুডুর ছক।
সত্যের নাগাল পাইনা, কারন ওটার উদ্ধার আসলেই দুরুহ - কষ্টসাধ্য। হাতির একপিঠ দেখা সত্যকে সহজে মেনে নিতে না পেরে, অজানা সত্যকে জানার চিরন্তন স্পৃহা নিয়ে ছুটে চলছি নিরন্তর, সেই একজনাতে...
উধাও ভাবুক
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০